রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে বিজেপি : নেত্রী

তৃণমূলকে ঘিরে বিজেপি যে কতখানি ভীত-সন্ত্রস্ত তা আর একবার প্রমাণিত হল। গুজরাত ভোটের জন্য অপেক্ষা করছিল গেরুয়া বাহিনী

Must read

প্রতিবেদন : তৃণমূলকে ঘিরে বিজেপি যে কতখানি ভীত-সন্ত্রস্ত তা আর একবার প্রমাণিত হল। গুজরাত ভোটের জন্য অপেক্ষা করছিল গেরুয়া বাহিনী। শেষ হতেই গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে। সোমবার গভীর রাতে রাজস্থানে নামতেই তাঁকে গুজরাত পুলিশ গ্রেফতার করে। আমেদাবাদ পুলিশের সাইবার সেলের সাজানো মামলায় প্রতিহিংসা মেটানোর অভিযোগ ছিল। এরপর জয়পুর থেকে আমেদাবাদ পর্যন্ত দীর্ঘপথ তাঁকে গাড়িতে নিয়ে যাওয়া হয়। আমেদাবাদ কোর্টে তোলা হলে সাকেতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সাকেতকে গ্রেফতারের সময় তৃণমূলনেত্রী ছিলেন আজমেঢ়ে। সেখানেই তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে গ্রেফতার করা হয়েছে। একটি নিন্দনীয় ঘটনা নিয়ে ট্যুইট করেছিলেন। তার জন্য এই গ্রেফতার। মুখ্যমন্ত্রীর বলেন, আমাকে নিয়েও অনেকে ট্যুইট করে। অথচ প্রধানমন্ত্রীকে নিয়ে ট্যুইট করলেই গ্রেফতার! ভেরি ব্যাড। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ভয়-ডরহীনভাবে রুখে দাঁড়িয়েছিলেন সাকেত। বিজেপি ভয় পাওয়াতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল মুখপাত্রকে। বিজেপি যদি মনে করে আমরা ভয় পেয়ে মাথা নত করব, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে।

আরও পড়ুন-আওয়াজ উঠল খেলা হবে

বিধানসভা ভোটের আগে গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। তারমধ্যে একটি খবরের প্রতিবেদন শেয়ার করে ট্যুইট করেন সাকেত। প্রতিবেদনে ছিল, তথ্য জানার অধিকার আইনে প্রকাশ, নরেন্দ্র মোদির একদিনের সফরের জন্য মোরবির পুরপ্রশসান খরচ করেছে ৩০ কোটি টাকা। এই প্রতিবেদনটি শেয়ার করে ট্যুইটারে সাকেত লেখেন, আরটিআই থেকে জানা গিয়েছে, কয়েক ঘণ্টার জন্য মোদির মোরবি সফরে খরচ হয়েছে ৩০ কোটি টাকা। তারমধ্যে সাড়ে ৫ কোটি টাকা খরচ হয়েছে স্বাগত জানানো, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ছবি তোলার জন্য। মোরবি সেতু বিপর্যয়ে প্রাণ হারনো ১৩৫ জনকে ৪ লক্ষ টাকা করে অর্থাৎ মোট ৫ কোটি টাকা খরচ করা হয়েছে ক্ষতিপূরণ খাতে। মোদির ইভেন্ট ম্যানেজমেন্ট এবং প্রচারের খরচ ১৩৫ জনের জীবনের থেকেও বেশি। তাঁর এই ট্যুইটকেই ভুয়ো খবর বলে দাবি করে বিজেপি।

আরও পড়ুন-দিনের কবিতা

সাকেত গোখেল ট্যুইটারে ভুয়ো খবর ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করে বিজেপি। সেই ট্যুইটের জন্যই তাঁকে গ্রেফতার করা হয়। তৃণমূলের তরফে ট্যুইট করে সাকেতের গ্রেফতারের নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ ডেরেক ও ব্রায়েন। ট্যুইটারে তিনি লেখেন, মঙ্গলবার রাত ২টো নাগাদ তিনি মাকে ফোন করে জানান, তাঁকে আমেদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে এবং দুপুরের মধ্যেই পৌঁছাবেন। মাত্র ১ থেকে ২ মিনিট কথা বলার পর, সাকেতের ফোন-সহ সমস্ত সামগ্রি কেড়ে নেওয়া হয়। অন্য রাজনৈতিক দলগুলিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কংগ্রেসের মুখপাত্র ডঃ শামা মহম্মদ বলেছেন, দুঃখজনক ঘটনা। স্বৈরাচারী মনোভাব। সবথেকে বড় কথা হল, যে সংস্থা মোরবি সেতু দুর্ঘটনার জন্য দায়ী সেই ওরেভা সংস্থার এমডি জয়সুখ প্যাটেলের বিরুদ্ধে কোনও মামলাই করা হয়নি। অথচ পৃথিবীর অন্যতম বড় সেতু দুর্ঘটনা এই মোরবি। যার দরুণ ১৪১ জনের মৃত্যু হয়।

Latest article