এক মহিলাকে লাঞ্ছিত করার অভিযোগে রবিবার এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিহারীপুরের খাজা কুতুবের বাসিন্দা জিতেন্দ্র রাস্তোগি । এএসপি, সিটি, রবীন্দ্র কুমার জানান, ৩১ জুলাই, জিতেন্দ্র রাস্তোগির বিরুদ্ধে অনুরাধা রাস্তোগি তাকে লাঞ্ছিত করার অভিযোগে সিটি থানায় একটি এফআইআর নথিভুক্ত করেছিলেন।
আরও পড়ুন-কুস্তিতে আবার সোনার হ্যাটট্রিক
সম্প্রতি, বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি একজন মহিলাকে অযথা গালিগালাজ করছেন। তারা তার সাথে ধাক্কাধাক্কি করছিল এবং তাকে ও তার পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য করছিল। এখন এমনই একটি ভিডিও প্রকাশ পেয়েছে বরেলি থেকে। ভিডিওতে বিজেপি নেতা জিতেন্দ্র রাস্তোগিকে বাড়ি থেকে এক মহিলা ও তার মেয়েকে টেনে-হিঁচড়ে মারতে দেখা যায়। পুরো ঘটনাটি বাড়ির বাইরে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে এবং একই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত জিতেন্দ্রসহ ৬ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-ফাইনালে মনপ্রীতরা
ঘটনাটি বেরিলির খাজা কুতুব এলাকার। ঘটনাটি ৩১ জুলাই। নির্যাতিতার অভিযোগ, বিজেপি নেতা জিতেন্দ্র তার প্রতিবেশী। তার বাড়িতে কিছু নির্মাণ কাজ চলছিল। ভোরে অভিযুক্ত জিতেন্দ্র রাস্তোগি এবং আরও পাঁচজন বাড়িতে এসে তাঁকে গালিগালাজ শুরু করেন। বলেন, তাঁর বাড়িতে জল আসছে, তাই অভিযুক্ত জিতেন্দ্র তাঁর নির্মাণ কাজও বন্ধ করে দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপরই ওই মহিলাকে মারধর শুরু করেন বিজেপি নেতা। নির্যাতিতার মেয়েকেও চুল ধরে মারধর করা হয়। এমনকি মাটির গর্তে ঠেলে দিয়েছে।
আরও পড়ুন-টি-২০ সিরিজও ভারতের দখলে ভারত ১৯১/৫ (২০ ওভার) ওয়েস্ট ইন্ডিজ ১৩২ (১৯.১ ওভার)
এই ঘটনায় সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কগ্রেস। টুইট করে লিখেছে, ‘বিজেপি ইন্ডিয়া, প্রকাশ্য দিবালোকে এক মহিলা ও তার মেয়েকে লাঞ্ছিত করলেন নেতা জিতেন্দ্র রাস্তোগি! আশ্চর্যজনকভাবে, এটি ঘটেছিল যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে।পিএম @নরেন্দ্রমোদি
, আপনার আমল মহিলাদের এবং মেয়েদের জন্য খারাপ হচ্ছে। আপনি কখন জেগে উঠবেন?’
.@BJP4India leader Jitendra Rastogi ASSAULTED a woman & her daughter in broad daylight! Unsurprisingly, this happened in @myogiadityanath‘s UP.
PM @narendramodi, it keeps getting worse for women and girls under your watch. When will you WAKE UP?https://t.co/zYOF5LI4nO
— All India Trinamool Congress (@AITCofficial) August 7, 2022