টি-২০ সিরিজও ভারতের দখলে ভারত ১৯১/৫ (২০ ওভার) ওয়েস্ট ইন্ডিজ ১৩২ (১৯.১ ওভার)

জেতার জন্য ১৯২ রানের টার্গেট ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। কিন্তু আবেশ খান ও অক্ষর প্যাটেলের সামনে তারা প্রথম থেকেই উইকেট হারিয়েছে

Must read

ফ্লোরিডা, ৬ অগাস্ট : মার্কিন মুলুকে এসেও ক্যারিবিয়ান ক্রিকেটের কপাল ফিরল না। এবার হার ৫৯ রানে। ফ্লোরিডায় দুটি ম্যাচের প্রথমটিতে জিতে টি-২০ সিরিজ নিজেদের দখলে নিয়ে নিলেন রোহিত শর্মারা। এক ম্যাচ বাকি রেখেই এই সিরিজ এল ভারতের দখলে। একদিনের সিরিজ আগেই জেতায় এই সফরে জোড়া সিরিজ জিতল ভারত।

আরও পড়ুন-তেজস কিনতে আগ্রহী একাধিক দেশ

জেতার জন্য ১৯২ রানের টার্গেট ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। কিন্তু আবেশ খান ও অক্ষর প্যাটেলের সামনে তারা প্রথম থেকেই উইকেট হারিয়েছে। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মেয়ারস যথাক্রমে ১৩ ও ১৪ রান করেছেন। এরপর ডেভন টমাস ও নিকোলাস পুরান করেন ১ ও ২৪ রান। পুরান চাপের মুখে বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। পরের দিকে রভমান পাওয়েল (২৪) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। শেষপর্যন্ত তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৩২ রানে। অর্শদীপ সিং ১২ রানে তিনটি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন-রহস্যমৃত্যু হল প্রতিরক্ষা মন্ত্রকের সহকারী প্রধানের

নিকোলাস পুরান টসে জিতে আগে ভারতকে ব্যাট করতে ডেকেছিলেন। খেলার আগে বৃষ্টি হয়েছিল। এখনকার ড্রপ ইন উইকেটে যদি সুবিধা পাওয়া যায়, সেই আশায় এই সিদ্ধান্ত। তবে রোহিত আর সূর্য মিলে বিনা উইকেটে ৫৩ রান তুলে ভালই শুরু করেছিলেন ভারতের জন্য।
কিন্তু রোহিত ৩৩ আর সূর্য ২৪ রানে ফিরে যাওয়ার পর মনে হয়েছিল লডারহিল স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য এমন কিছু আছে, যার সন্ধানে ছিলেন পুরান। প্রত্যাশিতভাবেই এই ম্যাচে শ্রেয়সের জায়গায় এসেছিলেন দীপক হুডা। তিনি ২১ রান করেছেন। তবে ভারতের ইনিংসে অনেকেই সেট হয় এদিন উইকেট দিয়ে গেলেন। সঞ্জু স্যামসন ৩০ ও অক্ষর প্যাটেল ২০ রান করেছেন। তবে সবথেকে বেশি রান এল ঋষভ পন্থের ব্যাট থেকে।

আরও পড়ুন-তাইওয়ানে ত্রিফলা হামলার প্রস্তুতি চিনের

তিনি ৩১ বলে ছ’টি ছক্কা সহযোগে ৪৪ রান করে গেলেন। ফিনিশার কার্তিক ৬ রান করেছেন। এরপরও ভারত ২০ ওভারে ১৯১/৫ করতে পেরেছে ব্যাটাররা প্রায় সবাই কমবেশি রান করেছেন বলে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফ। একটি উইকেট আকিল হুসেনের।

Latest article