রহস্যমৃত্যু হল প্রতিরক্ষা মন্ত্রকের সহকারী প্রধানের

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান থেকে ফিরে যেতেই প্রবল আগ্রাসী হয়ে উঠেছে চিন। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে লালফৌজ।

Must read

প্রতিবেদন : মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান থেকে ফিরে যেতেই প্রবল আগ্রাসী হয়ে উঠেছে চিন। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে লালফৌজ। চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রহস্যজনকভাবে মৃত্যু হল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের সহকারী প্রধান ওউ ইয়াং লি-সিংয়ের। শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। কী কারণে তাঁর মৃত্যু হল তা এখনও জানা যায়নি ওউ ইয়াং লি-সিং ছিলেন তাইওয়ান সেনা পরিচালিত ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহকারী প্রধান। দক্ষিণ তাইওয়ানে একটি প্রশাসনিক সফরে এসেছিলেন তিনি।

আরও পড়ুন-তাইওয়ানে ত্রিফলা হামলার প্রস্তুতি চিনের

সেখানেই হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ওউ ইয়াংয়ের মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য ঘনাচ্ছে। জানা গিয়েছে, গত বছরই তিনি ক্ষেপণাস্ত্র তৈরির এক প্রকল্পের দায়িত্ব পেয়েছিলেন। তার পরই চিনের আগ্রাসনের কথা মাথায় রেখে বার্ষিক ক্ষেপণাস্ত্র নির্মাণের সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ৫০০ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল তাইওয়ান। কিন্তু ক্ষেপণাস্ত্র নির্মাণের মূল কান্ডারির রহস্যমৃত্যু একাধিক প্রশ্ন তুলেছে। আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চিন-তাইওয়ান সম্পর্ক আরও শীতল হয়েছে। পেলোসি ফিরতেই বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালী ও সংলগ্ন অঞ্চলে সামরিক মহড়া শুরু করে লালফৌজ। কূটনৈতিক মহলের আশঙ্কা, যে কোনও মুহূর্তে দুই দেশ বড়সড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এই অবস্থায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের সহকারী প্রধানের অস্বাভাবিক মৃত্যু একাধিক প্রশ্ন তুলেছে।

Latest article