কু-কথায় বিজেপি নেতারা লজ্জা দিচ্ছেন, পাল্টা জবাব

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে পাল্টা দিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Must read

প্রতিবেদন : গাড়ি চাপা দিয়ে মানুষ মারাটা বিজেপির কালচার। এটাই ওদের সংস্কৃতি। বিজেপি নেতারা এখন এসবই বলছেন। আর আমরা শান্তি, সংহতি আর উন্নয়নের কথা বলছি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে পাল্টা দিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-শীতের মুখেই বাড়ছে নলেন গুড়ের চাহিদা

এদিন কেশিয়ারির এক সভায় দিলীপ ঘোষ বলেন, বিজেপি নেতাদের গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে যাবে। মায়ের কোল খালি হয়ে যাবে। যাঁরা গাড়ি আটকাতে আসবেন, তাঁরা যেন জীবনবিমা করিয়ে আসেন। দিলীপ ঘোষের এই কথার কড়া জবাব দেন কুণাল। তিনি বলেন, বিজেপি নেতারা এখন কু-কথার প্রতিযোগিতায় নেমেছেন। কে কত খারাপ ভাষা ব্যবহার করতে পারেন তার লড়াই চলছে। এদিন দিলীপ ঘোষের কুৎসিত হুমকির জবাব দিতে গিয়ে কুণাল বলেন, বিজেপিতে এখন কুকথার প্রতিযোগিতা চলছে। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, কে কত খারাপ ভাষা বলতে পারে তার লড়াই করছে। এটা কোনও রাজনৈতিক নেতার মুখের ভাষা হতে পারে না। তবে বিজেপি নেতারা এখন এ ভাষাতেই কথা বলছেন। আর আমরা শান্তি, সংহতি আর উন্নয়নের কথা বলছি। এবার মানুষই বিচার করবেন। সম্প্রতি নন্দীগ্রাম সহ গোটা পূর্ব মেদিনীপুরেই বিজেপিতে ধস নেমেছে। দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি কর্মীরা। এই যোগদান নিয়ে তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, এর পিছনে টাকার খেলা চলছে। এদিন তার জবাবে কুণাল বলেন, একুশের নির্বাচনের আগে আপনারা যে প্রতিদিন যোগদান মেলা করতেন, তার পিছনেও নিশ্চিত টাকার খেলা ছিল!

Latest article