ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল

রিখটার স্কেলে তীব্রতা ৪.৩ মাত্রা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্র ছিল পিথোরাগড়।

Must read

বুধবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। রিখটার স্কেলে তীব্রতা ৪.৩ মাত্রা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্র ছিল পিথোরাগড়। সংস্থার একটি টুইটে লেখা হয়েছে, ‘৪.৩ মাত্রার ভূমিকম্প, ০৯-১১-২০২২ তারিখে, ভারতীয় সময় ৩.২৭.১৩ মিনিটে, ২৯.৮৭ অক্ষাংশ এবং ৮০.৪৯ দ্রাঘিমাংশ, গভীরতা পাঁচ কিমি, অবস্থান পিথোরাগড়, উত্তরাখণ্ড, ভারত’।

আরও পড়ুন-কু-কথায় বিজেপি নেতারা লজ্জা দিচ্ছেন, পাল্টা জবাব

তিন দিন আগেও উত্তরাখণ্ডে ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ছয় নভেম্বর সকাল ৮.৩৩ মিনিটে উত্তরাখণ্ডের তেহরিতে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লি-এনসিআর-এর বাসিন্দারাও এই ভূমিকম্পের কম্পন অনুভব করেছিল। যদিও নেপালের ভূমিকম্পের ফলে যে কম্পন তাঁরা আজ অনুভব করেছিলেন ততটা কম্পন এই ক্ষেত্রে অনুভুত হয়নি।

Latest article