সংবাদদাতা, শিলিগুড়ি : ঐতিহ্যবাহী সেবকের করোনেশন সেতুর ওপরে গাড়ি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার পরিচালন সংস্থার স্থানীয় প্রযোজক তথা শিলিগুড়ির (Siliguri) বিজেপি নেত্রী চৈতালি বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় শুক্রবার কর্তব্যরত সেবক থানার ওসিকে ক্লোজ করা হয়। গত বৃহস্পতিবার প্রশাসনের অনুমতি ছাড়াই গুরুত্বপূর্ণ করোনেশন ব্রিজের ওপর বিজেপির মহিলা মোর্চার নেত্রীর প্রযোজনায় ওয়েব সিরিজের বিস্ফোরণের দৃশ্যটির শুটিং হয়। তাঁর নির্দেশমতোই ২৮০ জনের একটি টিম শুটিংয়ের কাজ করে। ভৌগোলিক দিক দিয়ে বিচার করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ এই সেতু। শিলিগুড়ির (Siliguri) সঙ্গে ডুয়ার্সের মূল সংযোগকারী করোনেশন সেতু। বর্তমানে সেতুর স্থিতি সংকটজনক। কয়েকদিন আগেই সেতুর বেশ কয়েকটি পিলারে ফাটল দেখা দেয়। তারপর থেকেই ১০ টনের পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। আর ওই সেতুর ওপরই না জানিয়ে বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিকাণ্ড। এই ঘটনায় রীতিমতো উঠে এসেছে একাধিক প্রশ্ন। বিজেপি নেত্রী ওই প্রযোজক গ্রেফতার হওয়ার পরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে কর্তব্যরত সেবক ফাঁড়ির ওসি পদাসীন এসআই ডালিম অধিকারীকে ক্লোজড করা হয় শুক্রবার। তাঁর জায়গায় সেবক ফাঁড়ির ওসির দায়িত্ব দেওয়া হয়েছে লেবং থানার ওসি তপন কুমার দাসকে। কার্শিয়াং অ্যাডিশনাল এসপি জানান, কার্শিয়াংয়ে একটা তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে সেবক ফাঁড়ির ওসিকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে দার্জিলিংয়ে। তাঁর জায়গায় তপন কুমার দাস সেবক ফাঁড়ির দায়িত্ব গ্রহণ করবেন। সেবকের ঘটনায় অন্তর্তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রেক্ষিতে সুয়োমোটো মামলা কালিম্পং থানায় রুজু হয়।