কালিয়াগঞ্জে প্রথম বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : কালিয়াগঞ্জ পুরসভায় বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)৷ শুক্রবার চেয়ারম্যান পদে শপথ নেন রামনিবাস সাহা। ছিলেন বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জ পুরপ্রধান সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী কো-মেন্টর অসীম ঘোষ প্রমুখ। নতুন চেয়ারম্যান বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) শুধু প্রতিশ্রুতি দেয় না। তা বাস্তবে করে দেখায়। মানুষের প্রয়োজন মেটাব। নতুন করে গড়ে তুলব পুরএলাকা।’’

আরও পড়ুন – বিজেপি নেত্রীর ওয়েব সিরিজ ঘিরেই যত কাণ্ড, বিস্ফোরণে ধৃত প্রযোজক

শপথ গ্রহণ ও বোর্ড গঠনের পর নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরদের সংবর্ধনা দেয় আইএনটিটিইউসি। ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান রামনিবাস সাহা, বিধায়ক সৌমেন রায়, বিধায়ক রেখা রায়, উপপ্রধান অরিন্দম সরকার, অসীম ঘোষ, দীপা সরকার, সুজিত সরকার, নিতাই বৈশ্য এবং তপন কুণ্ডু প্রমুখ। ১৯৮৭ সালে গঠিত হয় কালিয়াগঞ্জ পুরসভা। অধিকাংশ সময় পুরসভা দখলে ছিল কংগ্রেসের৷ গত পুরসভাও প্রথমে কংগ্রেসের দখলে থাকলেও পরবর্তীতে মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করে। এবারেই প্রথমবারের জন্য পুরবোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।

Latest article