বিজেপির হাতছাড়া বেলাড়ি পঞ্চায়েত

Must read

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার বেলাড়ি গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। বুধবার নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের শিখা প্রামাণিক। তাঁকে অভিনন্দন জানিয়ে গেলেন জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী পুলক রায়। ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : ‘সিবিআই খাঁচাবন্দি তোতা’, মাদ্রাজ হাইকোর্টের মন্তব্য নিয়ে শুভেন্দু, কটাক্ষ কুণালের

বেলাড়ি পঞ্চায়েতে বিজেপির তিন সদস্য মাসখানেক আগে তৃণমূলে যোগ দিসে ১২ আসনের এই পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। অনাস্থায় ৮-৪ ব্যবধানে পরাস্ত হয় বিজেপি। এরপর এদিন সর্বসম্মতভাবে তৃণমূল কংগ্রেসের শিখা প্রামাণিক প্রধান নির্বাচিত হন। বেলাড়ি দখল করায় এই বিধানসভা এলাকার ১৩টি পঞ্চায়েতই এখন তৃণমূল কংগ্রেসের হাতে। এদিনের নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতো।

আরও পড়ুন : আড়ির ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে

বামনগোলা পঞ্চায়েত তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন করে হ্যাটট্রিক করেছিল তৃণমূল কংগ্রেস। এবার বামোনগোলা পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল বিজেপির। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন তৃণমূল কংগ্রেসের শিরিন আক্তার বানু। বামনগোলা পঞ্চায়েত সমিতির ১৮ আসনের মধ্যে বিজেপির ছিল ১০টি, তৃণমূল কংগ্রেসের ৮টি। চারজন বিজেপি ছেড়ে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূল কংগ্রেস। শিরিন আক্তার বানু আস্থাভোটে সমিতির সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি হলেন। বোর্ড গঠন প্রক্রিয়ায় ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকেরা।

Latest article