প্রতিবেদন : আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Assembly Election in Goa)। তার ঠিক আগে বড় ধাক্কা খেল বিজেপি। দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দল ছাড়ার কথা ঘোষণা করলেন রাজ্যের (Goa) মন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে ইস্তফাপত্র পাঠিয়ে মন্ত্রিসভার সদস্য মাইকেল লোবো জানিয়ে দিলেন, তিনি মন্ত্রিসভায় আর থাকতে চান না। পাশাপাশি সংবাদমাধ্যমকে লোবো বলেন, আশা করি আমার নির্বাচনী কেন্দ্রের মানুষ আমার সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে সমর্থন করবেন। নির্বাচনের ঠিক আগে বিজেপির পদত্যাগী মন্ত্রী লোবো সংবাদমাধ্যমকে বলেন, ইতিমধ্যেই আমি আমার মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছি, আগামী দিনে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেব। এই দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করছি। লোবো বলেন, বিজেপি দলের কার্যকলাপে আমি হতাশ ও বিরক্ত। এই দলটা এখন আর করা যায় না। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের পর এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও মানুষ আর নেই। এই বিজেপি এখন আর দেশের সাধারণ মানুষের দল নয়।
আরও পড়ুন: পুরভোটের আগেই কুপোকাত বিজেপি