সংবাদদাতা, আসানসোল : বিরোধী রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতীদের লাগানো আগুনে ধ্বংস হয়ে গেল দেড় বছর বয়সি প্রায় চার হাজার গাছ। মর্মান্তিক ঘটনাটি বারাবনি ব্লকের গৌরান্ডি বনাঞ্চলের হোসেনপুর গ্রামসংলগ্ন জঙ্গলে। দৃষ্টিনন্দন জঙ্গলটি পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওলিগঞ্জ মৌজায়। বনাঞ্চল বৃদ্ধির জন্য ২০২১ সালে রথযাত্রার দিনে প্রায় ১৫ হেক্টর এলাকায় নিবিড় বনসৃজন কর্মসূচির মাধ্যমে বনভূমি সৃষ্টি করা হয় দুর্গাপুর বনবিভাগের অন্তর্গত আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জে।
আরও পড়ুন-ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ারের একটি মসজিদ
বনকর্মীদের অক্লান্ত পরিশ্রমে দেড় বছরের মধ্যেই গাছগুলি যথেষ্ট বেড়ে উঠেছিল। বনাঞ্চলে বহু জীবজন্তুও আশ্রয় পেয়েছিল। কিন্তু রবিবার বিকেলে হঠাৎ বনকর্মীরা দেখতে পান দাউদাউ করে আগুন জ্বলছে। নেভানোর উদ্যোগ নেওয়ার আগেই তীব্র হাওয়ার দাপটে আগুন একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েতের কর্মী, প্রধান গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বনকর্মীরা আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু আগুন বাড়তেই থাকে। শেষ পর্যন্ত আসানসোল থেকে দমকল এসে নেভানোর কাজে লাগে। যদিও তার আগেই প্রায় তিন ঘণ্টায় অন্তত তিন হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে বনাঞ্চলকে রক্ষার জন্য বন বিভাগের পক্ষ থেকে সকলের কাছে কাতর আবেদন জানানো হয়েছে।