প্রতিবেদন: এবার বধূ নির্যাতনে অভিযুক্ত রাজ্যের এক বিজেপি বিধায়ক। তিনি হলেন রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী (BJP MLA Mukutmani Adhikary)। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী। গোটা ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়কের স্ত্রী। দলের বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বেশ বিব্রত রাজ্য বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ৭ জুন বিধায়ক মুকুটমণি অধিকারীর (BJP MLA Mukutmani Adhikary) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। কলকাতার বাসিন্দা স্বস্তিকা স্থানীয় তিলজলা থানায় এই চিকিৎসক-বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিধায়কের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, তোলাবাজি, বিশ্বাসভঙ্গ, জোর করে আটকে রাখা ও হুমকি দেওয়ার মতো মোট ৬টি ধারায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী স্বস্তিকা। মে মাসের ২৮ তারিখ রেজিস্ট্রি বিয়ে করেন দু’জন। বিয়ের মাত্র ১১ দিনের মধ্যেই কেন বিধায়ক স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ করলেন তা নিয়েই উঠছে একাধিক জানা গিয়েছে, মুকুটমণি ও স্বস্তিকা দীর্ঘদিনের পরিচিত। তারপর বিয়ে। কিন্তু বিয়ে হওয়ার কয়েক দিনের মধ্যে কী এমন ঘটল যে পুলিশে অভিযোগ করতে হল সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।
আরও পড়ুন- মানবিক মানুষ বনাম অমানবিক সরকার