বিধানসভায় দলের বিরুদ্ধে বিদ্রোহ বিজেপি বিধায়কের

Must read

প্রতিবেদন : বিধানসভায় (west bengal legislative assembly) নিজের দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (BJP MLA Bishnu Prasad Sharma)। গোর্খাল্যান্ডের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ভোট নিয়েছে। অথচ কিচ্ছু করেনি। এরপরই তিনি বলতে থাকেন, গত ১৫ বছর ধরে বিজেপি পাহাড়বাসীর ভোট নিচ্ছে। রাজু বিস্তাকে জেতাতে গিয়ে আমি জেল খেটেছি। কিন্তু অনেক হয়েছে, আর নয়। আজ আমি প্রশ্ন করছি, কেন্দ্রীয় সরকার কিছু টেকনিক্যাল প্রশ্ন তুলবেই। আমাদের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়িত করতে পারলাম? আমি (BJP MLA Bishnu Prasad Sharma) শুদ্ধ রাজনীতি করতে চাই। পাহাড়ে ১৫ বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছি। আজ আমি প্রশ্ন করছি, সরকার কিছু টেকনিক্যাল প্রশ্ন করবে। এরপরই কার্শিয়াংয়ের এই বিধায়ক বলেন, এভাবে আর প্রতারিত হব না। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী— সব জায়গায় দরবার করেও কাজ হয়নি। এরপর পাহাড়ে লড়াইয়ের ভবিষ্যৎ আমিই ঠিক করব। শুক্রবার বিধানসভা শুরু হতে না হতেই বি আর আম্বেদকরের মূর্তির নিচে পোস্টার হাতে ধরনায় বসে পড়েন বিষ্ণুপ্রসাদ। বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গোটা বিধানসভায় কার্যত হইচই ফেলে দেন তিনি। লোডশেডিং বিরোধী দলনেতা ঘুণাক্ষরেও টের পায়নি তার দলের এক বিধায়ক বিজেপির মুখে চুনকালি মাখাবেন। যখন বুঝতে পেরে থামাতে চেষ্টা করেছে কাজ হয়নি৷ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক গদ্দারকে পাত্তাই দেননি। টানা বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করে গিয়েছেন। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে বঙ্গ-বিজেপি। খবর পৌঁছেছে দিল্লিতেও।

আরও পড়ুন- নামেই আতঙ্ক! ‘ইন্ডিয়া’কে রুখতে মরিয়া উদ্যোগ

Latest article