সুস্থ মনোরোগীদের জন্য তৈরি হয়েছে প্রত্যয় আবাস প্রকল্প

Must read

প্রতিবেদন : সুস্থ হয়ে ওঠার পরেও যেসব মনরোগীদের পরিবার তাঁদের বাড়ি ফিরিয়ে নিচ্ছে না তাঁদের জন্য প্রত্যয় নামের আবাস তৈরি করা হয়েছে। কলকাতা ও শিলিগুড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এরকম দুটি আবাস পরিচালনা করছে বলে শুক্রবার বিধানসভায় নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন। তিনি (Shashi Panja) বলেন, যে সব মানসিক রোগী সুস্থ হয়ে গিয়েছেন কিন্তু দেখভালের দরকার অথচ পরিবার ফেরত নিচ্ছেন না প্রত্যয় তাদের জন্য তৈরি হয়েছে। এই মুহুর্তে কলকাতা এবং বহরমপুরে দুটি প্রত্যয় আবাস তৈরি করা হয়েছে। পাভলভ এবং লুম্বিনীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই ধরনের সমস্যায় থাকা রোগীদের এই প্রত্যয়ে রাখা হচ্ছে। কলকাতা ও বহরমপুরে যথাক্রমে ১০০ জন আছে ও ৮০ জন আবাসিক আছেন। রাজ্য সরকার (West Bengal government) তাঁদের খরচ বহন করছে। মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’। এক সময়ে বছর বছর কেটেছে লুম্বিনী পার্ক কিংবা পাভলভ হাসপাতালে। মানসিক রোগ থেকে মুক্তি পেলেও সমাজের ছুঁতমার্গ হয়তো পিছু ছাড়েনি। তাই নিজের বাড়ি ফেরা হয়নি। তাঁদের জন্যই নতুন সংসার পাতা হয়েছে। হয়েছে নতুন ঘর। মানসিক রোগ থেকে সেরে ওঠা সেই ব্যক্তিদের জন্য তৈরি হয়েছে ‘প্রত্যয়’। এখন আবাসিকরা হয়ে উঠেছেন একে অপরের কাছের মানুষ। যেমন ওষুধ চলছিল, তেমনই চলছে। কিন্তু তার সঙ্গে নতুন করে স্বাধীনভাবে জীবন গড়ার প্রস্তুতি হচ্ছে।

আরও পড়ুন- নামেই আতঙ্ক! ‘ইন্ডিয়া’কে রুখতে মরিয়া উদ্যোগ

Latest article