বিজেপির পঞ্চায়েত সদস্য ২৫ বছরেও কাজ করেননি, এক মাসে সমস্যার সমাধান আশ্বাস তৃণমূল বিধায়কের

রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মান্তাবাড়ি দাসপাড়ার বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে রাস্তা তৈরির জন্য পড়েছিল পাথর।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : দীর্ঘ ২০-২৫ বছর ধরে এলাকায় কোনও কাজ করেননি বিজেপির (BJP) গ্রাম পঞ্চায়েত সদস্য। রাস্তাঘাট নিয়ে ভোগান্তির শেষ নেই জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা মন্থনীবাড়ি দাসপাড়া গ্রামের বাসিন্দাদের। এক মাসের মধ্যে রাস্তা মেরামত ও পানীয় জলের ব্যবস্থা না হলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেন তাঁরা।

আরও পড়ুন-মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হল আধুনিক আন্তঃবিভাগ

রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মান্তাবাড়ি দাসপাড়ার বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে রাস্তা তৈরির জন্য পড়েছিল পাথর। কিন্তু রাস্তা আজও রয়েছে একই তিমিরে। বারংবার বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও বিন্দুমাত্র লাভ হয়নি। তিনি গ্রামবাসীদের দাবিকে আমল না দিয়ে মুখ ঘুরিয়ে থেকেছেন। তারই প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আন্দোলন শুরু করেন। দাসপাড়া থেকে সামান্য দূরে থাকেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়৷ দাসপাড়ার বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীরা পথ অবরোধ করার খবর পাওয়ামাত্র ঘটনারস্থলে ছুটে আসেন বিধায়ক।

আরও পড়ুন-রাম-বাম আঁতাঁতের পক্ষেই সৌমিত্র

খগেশ্বরবাবু তাঁদের অনুরোধ করেন, ‘‘ভোট বয়কটের সিদ্ধান্ত নেবেন না।’’ বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য যে দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে সমস্যা সম্পর্কে দীর্ঘকাল উদাসীন থেকে গিয়েছেন সেই কাজ করতে তৃণমূল বিধায়ক দ্রুত সচেষ্ট হবেন বলে জানিয়ে এক মাসের মধ্যেই গ্রামবাসীদের সমস্যার সমাধান করার আশ্বাস দেন। তাঁর কথায় খুশি দাসপাড়ার বাসিন্দারা।

Latest article