মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হল আধুনিক আন্তঃবিভাগ

সেই সূত্রেই মথুরাপুর দু’ নম্বর ব্লকের রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের গিলারছাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আন্তঃবিভাগের উদ্বোধন হল।

Must read

সংবাদদাতা, মথুরাপুর : গ্রামে চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে বিশেষ যত্নশীল রাজ্য সরকার। সেই সূত্রেই মথুরাপুর দু’ নম্বর ব্লকের রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের গিলারছাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আন্তঃবিভাগের উদ্বোধন হল। এমন সুখবরে উচ্ছ্বসিত স্থানীয় মানুষ। তাঁরা সাধুবাদ দিলেন মুখ্যমন্ত্রী তথা তাঁদের প্রিয় দিদিকে।

আরও পড়ুন-রাম-বাম আঁতাঁতের পক্ষেই সৌমিত্র

এটির উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ। ছিলেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা, জেলা স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জয়ন্তকুমার সুকুল, বাপি হালদার, জয়ভূষণ ভাণ্ডারী, বিডিও তাপস দাস। মথুরাপুর দু’নম্বর ব্লকের রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের গিলারছাট এলাকায় কয়েক হাজার মানুষের বাস। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী ও শ্রমজীবী। আর্থিক অনটনের মধ্যে কোনওক্রমে তাঁদের দিন চলে। বিগত সরকারের আমলে এখানে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়। এখানে শুধু প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হত। আন্তঃবিভাগ না থাকায় হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হলে রোগী বা প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য নিয়ে যেত হত প্রায় দশ কিলোমিটার দূরে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। তাতে প্রবল সমস্যায় পড়তে হত। সরকার পরিবর্তন হওয়ার পর স্বাস্থ্য পরিষেবায় বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আহত ২ তৃণমূল কর্মী, পার্টি অফিস ভাঙল বিজেপি দুষ্কৃতীরা

সেইমতো এলাকার মানুষের সমস্যার কথা ভেবে এই সরকারের আমলে স্থানীয় বিধায়কের তৎপরতায় স্বাস্থ্যকেন্দ্রের পাশেই সরকারি অনুমোদনে ১০ বেডের আন্তঃবিভাগের জন্য ঝাঁ-চকচকে ভবন গড়ে ওঠে। সেটিই চালু হল এদিন। দুই স্থায়ী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দেবেন। এটি চালু হওয়ায় খুশি এলাকাবাসী।

Latest article