আবাসযোজনা নিয়ে পদ্মের রাজনীতি, পাল্টা জবাব সভানেত্রীর

আবাস যোজনার বাড়ি নিয়ে রাজ্য জুড়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। ঘর নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির নোংরা রাজনীতির কড়া জবাব দিলেন তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : আবাস যোজনার বাড়ি নিয়ে রাজ্য জুড়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। ঘর নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির নোংরা রাজনীতির কড়া জবাব দিলেন তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ। যাঁরা বাড়ি পাওয়ার য্যোগ্য তাঁরাই ঘর পাবেন বলে সাফ জানালেন জেলা সভানেত্রী।

আরও পড়ুন-এনজেপিতে মুখ্যমন্ত্রীর প্রকল্পই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

জলপাইগুড়ি জেলার সদর ব্লকের অন্তর্গত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যে তৃণমূলের নেতারা আবাস যোজনার ঘরের সমীক্ষার ক্ষেত্রে বাধা দিচ্ছে। তাদের সেই অভিযোগই খতিয়ে দেখতে গিয়েছিলেন জেলা সভানেত্রী। আবাস যোজনার ঘর নিয়ে বিজেপিকে একহাত নিয়ে বলেন। এটা বিজেপির চক্রান্ত, কারণ ২০১৮ সালের ঘরগুলি এখন বণ্টন করছে কেন্দ্র সরকার। যার কারণেই এই সমস্যা হচ্ছে। সেই সময় কারো হয়তো কাঁচা বাড়ি ছিল, আর চার বছর পর হয়ত পাকা বাড়ি হয়েছে, তাতেই সমস্যা তৈরি হচ্ছে। আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি। তারা বিভিন্ন জায়গায় আবাস যোজনার ভুয়ো ফর্ম বিলি করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। যাঁদের পাকা ঘর আছে তাঁদের নাম লিস্ট থেকে বাদ দিয়ে প্রকৃত গরিব মানুষ যাতে ঘর পান সেই বিষয়টিও নিশ্চিত করছেন তারা। তবে এই ক্ষেত্রে প্রশাসনের সাহায্য নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান জেলা সভানেত্রী মহুয়া গোপ।

Latest article