বিজেপি সভাপতির মন্তব্যে ক্ষোভ মাড়োয়ারি সমাজের

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভার পিএসির চেয়ারম্যান হওয়ায় তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার।

Must read

প্রতিবেদন: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে ক্ষুব্ধ কলকাতার মাড়োয়ারি সমাজ। তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই কলকাতা মাড়োয়ারি সমাজের পক্ষ থেকে এই মন্তব্যর তীব্র নিন্দা করা হয়েছে। ঘটনার শুরু শুক্রবার। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভার পিএসির চেয়ারম্যান হওয়ায় তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, উনি ওই পদের যোগ্যই নন। এতদিন শুধু বাঙালিরা এই পদে বসতেন। এবার হঠাৎ করে একজন মাড়োয়ারিকে মমতা বন্দ্যোপাধ্যায় পিএসসির চেয়ারম্যান করে দিলেন। সুকান্ত মজুমদারের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শহরের মাড়োয়ারি সমাজে তীব্র ক্ষোভ তৈরি হয়।

আরও পড়ুন-পাহাড়-সমতলে আগামী চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরে আসছে স্বস্তির বৃষ্টি

এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে ইন্টারন্যাশনাল মাড়োয়ারি ফেডারেশন। সংগঠনের চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক দিনেশ বাজাজ এক বিবৃতিতে বলেছেন, মাড়োয়ারি সমাজ সুকান্ত মজুমদারের এই মন্তব্যের তীব্র ভর্ৎসনা করছে। এতদিন ধরে এরা ধর্ম ও বিভেদের রাজনীতি করত। সেখান থেকে এখন বাঙালি, মাড়োয়ারিদের মধ্যে বিভেদের রাজনীতি শুরু করেছে। তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। একজন মাড়োয়ারিকে পিএসি-র চেয়ারম্যান করার জন্য তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও স্পিকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তাঁরা। দিনেশ বাজাজ বলেন, আমাদের আদি পুরুষ মাড়োয়ারি হলেও আমরা যারা এ রাজ্যে জন্মেছি, এ রাজ্যে ব্যবসা, বাণিজ্য, শিল্প, রাজনীতি, সমাজসেবা করার সূত্রে আমরাও পশ্চিমবঙ্গবাসী হয়ে গিয়েছি।

Latest article