পাহাড়-সমতলে আগামী চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরে আসছে স্বস্তির বৃষ্টি

বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সরকার।

Must read

ব্যুরো রিপোর্ট : তীব্র দাবদাহে পুড়ছে উত্তর। বদল করা হয়েছে স্কুলের সময়সূচিও। এর মধ্যেই হাওয়া অফিস দিয়েছিল আশার খবর। মঙ্গলবার থেকে আগামী ৩-৪ দিন পাহাড়-সমতলে আসবে স্বস্তির বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-বাম শিবিরে আবারও বিদ্রোহ

বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই আকাশে রোদ-মেঘের খেলা চলছিল। তারই মাঝখানে ডুয়ার্সের বিভিন্ন জায়গা, যেমন ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, জলপাইগুড়ি সহ আরও কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়েছে। তাতে গরম কিছুটা কমেছে। গত কয়েকদিনের গলদঘর্ম অবস্থা থেকে অনেকটাই স্বস্তি মিলেছে এই এলাকার মানুষদের। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট উচ্চ বিদ্যালয়ে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস হবে, তারপর মিড ডে মিল খেয়ে বাড়ির পথ ধরবে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সরকার।

Latest article