রাজনীতি করতে গিয়ে প্রত্যাখ্যাত বিজেপি

উদ্ধার কাজে দেখা মেলেনি। দেখা যায়নি নিহত-আহতদের পরিবারের পাশেও। বরং প্রাকৃতিক বিপর্যয় নিয়ে ঘৃণ্য রাজনীতি করেছে বিজেপি।

Must read

প্রতিবেদন : উদ্ধার কাজে দেখা মেলেনি। দেখা যায়নি নিহত-আহতদের পরিবারের পাশেও। বরং প্রাকৃতিক বিপর্যয় নিয়ে ঘৃণ্য রাজনীতি করেছে বিজেপি। মালনদীতে হড়পা বানে মর্মান্তিক দুর্ঘটনার দু’দিন কেটে যাওয়ার পর নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে বিজেপির বিধায়ক, সাংসদ, নেতারা হাজির হন নিহতদের বাড়িতে।

আরও পড়ুন-ক্ষুদ্র-মাঝারি শিল্পে দ্বিতীয়, প্রথম হওয়ার যুদ্ধে রাজ্য, সর্বাধিক কর্মসংস্থান

শুক্রবার বিজেপির এই অভিযানকে মেনে নেননি সাধারণ মানুষ। এককথায় তাঁরা প্রত্যাখ্যাত হয়েছেন। নিহতের পরিজনেরাও তাঁদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। স্থানীয় দুই মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং জন বারলার প্রসঙ্গ তুলে বিজেপিকে দুষেছেন তাঁরা। বিজেপি যে ভোট পাখি বিভিন্ন বিপর্যয়ের সময় তারা নিজেরাই প্রমাণ করেছে এক কথায় বলছে মানুষ। বিজেপি যখন দিনক্ষণ দেখে হাজির হচ্ছে তখন এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সুস্থ করে তুলতে রাত জাগছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী।

আরও পড়ুন-ত্রিকোণ প্রেম! হরিদেবপুরের যুবক খুন, আটক বান্ধবী

দলের নেতা কর্মীরা বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে সঙ্গেই চালিয়েছেন উদ্ধার কাজ। সেখানে দেখা মেলেনি বিজেপির। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। কিন্তু পুলিশ বারেবারেই সতর্ক করেছিল। মাইকিং করে বারণ করেছিল নদীতে না যেতে। অনেকেই তা অমান্য করেছেন। তার ফলেই ঘটেছে বিপদ। নবান্ন পুরো বিষয়টির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিন্তু বিজেপির নেতারা এই বিষয়টি নিয়ে কুৎসা করছে।

Latest article