ভােট বানচাল করতে বিজেপির নতুন খেলা

Must read

সুমন করাতি, হুগলি : পরাজয় নিশ্চিত জেনে এবারে নতুন খেলায় নেমেছে গেরুয়া শিবির (BJP)। করোনা পরিস্থিতির জন্য চন্দননগরে বিভিন্ন এলাকায় পুরসভা ভোট বন্ধ করার দাবিতে পোস্টার পড়ল। করোনার প্রভাব বেড়েছে তাই চন্দননগরকে (Chandannagar) বাঁচাতে এই ভোট না করার আবেদন জানিয়ে চন্দননগরের বিভিন্ন এলাকায় এই পোস্টরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টারে লেখা আছে— ‘‘করোনা প্রকোপ থেকে চন্দননগর বাঁচাতে বন্ধ হোক সকল পুরবোর্ড”। নিচেই চন্দননগর নাগরিকবৃন্দ নাম দিয়ে বিভিন্ন জায়গায় লাগানো হয় এই পোস্টার। চন্দননগর সরষে পাড়া লেন, লক্ষ্মীগঞ্জ বাজার মোড়, চন্দনগর হাসপাতাল রোড, স্টেশন রোড-সহ বিভিন্ন এলাকায় এই পোস্টারে মুড়ে ফেলা হয়েছে। তবে এই পোস্টার বিজেপি-সহ সমস্ত বিরোধী দল ভোট পিছনোর জন্য চক্রান্ত করে রাতের অন্ধকারে করছে বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন-একমাসেই হিট সুফল বাংলা

চন্দননগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভজিৎ সাউ বলেন চন্দননগরে বিজেপি (BJP), সিপিএম (CPM) ও কংগ্রেস (Congress) এখন সব বিরোধীদল এক হয়ে রাতে বৈঠক করছে, একসঙ্গে চক্রান্ত করছে যাতে ভোট না করানো যায়। এতদিন ভোট হচ্ছে না বলে বিরোধীরা মানুষের কাছে মিথ্যা প্রচার চালিয়েছে আর এখন ভোটের সময় পায়ের তলায় মাটি সরে গেছে বুঝে হারার ভয়ে ভোট পিছনোর জন্য নাগরিকবৃন্দের নাম দিয়ে মিথ্যা প্রচার করছে। এগুলো মানুষ বিরোধীদের চক্রান্ত বুঝতে পারছে। আর মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে চন্দননগরের সমস্ত আসন তৃণমূলই জিতবে। অন্যদিকে, চন্দননগরের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী বলেন, বিজেপি নামক অশুভ শক্তির ভোটে হারার ভয়ে ভোটের আগে এসব চক্রান্ত করছে।

Latest article