নিয়োগ দুর্নীতিতে বিজেপিও

২০১৬ সালের বিধানসভা ভোটে চাকুলিয়ায় বিজেপির প্রার্থী ছিলেন অসীম মৃধা। এলাকায় তিনি এখনও বিজেপি নেতা বলে পরিচিত।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : শিক্ষক (Teacher) ২০১৬ সালের বিধানসভা ভোটে চাকুলিয়ায় বিজেপির প্রার্থী ছিলেন অসীম মৃধা। এলাকায় তিনি এখনও বিজেপি নেতা বলে পরিচিত। ২০১৬ সালের বিধানসভা ভোটে চাকুলিয়ায় বিজেপির প্রার্থী ছিলেন অসীম মৃধা। এলাকায় তিনি এখনও বিজেপি নেতা বলে পরিচিত। নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল বিজেপি (BJP) নেতার ভাইয়ের। স্কুলে নিয়োগের পরীক্ষায় ‘ওএমআর শিটে’ নাম রয়েছে চাকুলিয়ার বিজেপি নেতা অসীম মৃধার ভাই অনুপকুমার মৃধার। কলকাতা হাই কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকায় ৩২৩ নম্বরে অনুপের।

আরও পড়ুন-বিজেপির মিথ্যা রাজনীতি

২০১৬ সালের বিধানসভা ভোটে চাকুলিয়ায় বিজেপির প্রার্থী ছিলেন অসীম মৃধা। এলাকায় তিনি এখনও বিজেপি নেতা বলে পরিচিত। তাঁর ভাই অনুপ ইসলামপুরের একটি হাইস্কুলের ভূগোলের শিক্ষক। সরকারি স্কুলের চাকরি পাওয়ার ক্ষেত্রে ঘুরপথের সাহায্য নিয়েছিলেন ওই শিক্ষক। এমন দাবিতে তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন।

Latest article