আজ অনাস্থা ভোট দার্জিলিং পুরসভায়

চেয়ারম্যান রীতেশ পোর্টেল ভাইস চেয়ারম্যানকে চিঠি দিলেও কোনও লাভ হয়নি। তাই তাই বাধ্য হয়ে বিজিপিএমের পক্ষ থেকে আদালতে রিট পিটিশন ফাইল করা হয়।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আজ বুধবার দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট। আদালতের নির্দেশেই দার্জিলিং পুরসভায় হামরো পার্টির বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-র সভাপতি অনীত থাপা জানিয়েছেন, অনাস্থা ভোটের দিনই চেয়ারম্যান পদের জন্য তিন-চারটি নামের তালিকা দেওয়া হবে।

আরও পড়ুন-নিয়োগ দুর্নীতিতে বিজেপিও

প্রসঙ্গত, দার্জিলিং পুরসভায় অন্যায় ভাবে ক্ষমতা দখল করে রেখেছে হামরো পার্টি। পুর নির্বাচনের পর একক ভাবে পুরবোর্ড দখল করলেও, হামরো পার্টির ৬ জন কাউন্সিলর বিজিপিএমে যোগদান করার পরেই বিজিপিএমের মোট আসন হয় ১৪। তৃণমূল কংগ্রেসের দু’জন কাউন্সিলর বিজিপিএমকে সমর্থন করায় আসন সংখ্যা দাঁড়ায় ১৬। যা বোর্ড গঠন করার পক্ষে যথেষ্ট। এর পরেই চেয়ারম্যান রীতেশ পোর্টেল ভাইস চেয়ারম্যানকে চিঠি দিলেও কোনও লাভ হয়নি। তাই তাই বাধ্য হয়ে বিজিপিএমের পক্ষ থেকে আদালতে রিট পিটিশন ফাইল করা হয়।

Latest article