প্রতিবেদন : নির্বাচনী বন্ড (electoral bond)শুধু দেশের নয়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর ফল ভোগ করতেই হবে নরেন্দ্র মোদির সরকারকে। বুধবার স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন মোদি সরকারেরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর।
আরও পড়ুন-বিজয়ন-কন্যার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে ইডি
সাংবাদিকদের কাছে তিনি কুণ্ঠাহীন ভাবে জানান, নির্বাচনী বন্ডের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে তা সকলেই দেখেছেন। সবার কাছেই এটা স্পষ্ট, শুধু ভারত নয়, সারা পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতি এই নির্বাচনী বন্ড। এখানেই থেমে থাকেননি বিশিষ্ট এই অর্থনীতিবিদ। স্ত্রী কেন্দ্রের অর্থমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি অকপটে মন্তব্য করেছেন, বিজেপিকে এই বন্ড যথেষ্ট ভোগাবে বলেই মনে হয়। এই দুর্নীতির জন্যই কেন্দ্রের এখনকার সরকারকে কঠিন শাস্তি দেবেন ভোটাররা। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন এই দুর্নীতিকে কেন্দ্র করেই সামনে লোকসভা নির্বাচনে ভরাডুবির প্রবল সম্ভাবনা বিজেপির। অর্থমন্ত্রীর স্বামীর এই মতামতে নির্বাচনের মুখে স্বাভাবিক ভাবেই গভীর অস্বস্তিতে বিজেপি।