উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলিকে ধ্বংস করতে চায় বিজেপি

Must read

প্রতিবেদন : অসমে গত কয়েক বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু গেরুয়া দল ক্ষমতায় থেকেও রাজ্যের উন্নয়ন অধরা। বরং বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলির উপর কর্তৃত্ব কায়েম করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত ছোট রাজ্যগুলির কণ্ঠরোধ করতে অসমের বিজেপি সরকার হিংসার আশ্রয় নিচ্ছে। অসমের বিজেপি সরকারের (Assam BJP Government- TMC) বিরুদ্ধে এই অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস।

দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উত্তর-পূর্বের বাকি চার রাজ্যের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে অসমের (Assam BJP Government- TMC)। দীর্ঘদিনের সেই সীমান্ত বিবাদ নিষ্পত্তির কোনও চেষ্টা দেখা যাচ্ছে না। বরং বিজেপি কৌশলে বিতর্ককে জিইয়ে রাখতে চাইছে। বিজেপি সরকারের লক্ষ্য হল ছোট রাজ্যগুলিকে চাপে রাখা। গত বছর নাগাল্যান্ডের মন জেলার ইটিংয়ে গুলি চালিয়ে ১৫ জন গ্রামবাসীকে হত্যার ঘটনা নিয়ে আজও নীরব অসম সরকার। সম্প্রতি মেঘালয়ের মুখরোতেও গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। কিন্তু কোনও ঘটনাতেই অসম সরকার নিহত ও আহতদের পরিবারের প্রতি কোনও দায়িত্বই পালন করেনি। এমনকী সৌজন্য জানিয়ে শোক প্রকাশও করেনি। মোদি–শাহর বিজেপি উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলিকে ধ্বংস করতে মরিয়া। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কেন্দ্র ও অসম সরকারের এই অপচেষ্টা মেনে নেওয়া হবে না। উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলির স্বাধীন সত্তা যাতে বজায় থাকে তার জন্য মাঠে নেমে বিজেপির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বে তৃণমূল কংগ্রেস। গেরুয়া দলকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।

আরও পড়ুন-সাংসদ তহবিলের টাকায় ভজন-কীর্তন হবে মন্দিরে, নির্দেশ বিজেপি সাংসদের

Latest article