এই বছরের শুরুতেই মহিলা কুস্তিগীরদের শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ ওঠে বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে। মহিলা কুস্তিগীররা রেস্টলিং ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহ করার অভিযোগ করেন। এই অভিযোগ করে অবস্থানে বসেন তাঁরা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন এই সাংসদ। দিল্লির পুলিশ আদালতে এই মর্মে জানিয়েছিল যে তাঁর কাজ সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন ব্রিজভূষণ।
আরও পড়ুন-লুকিয়ে গ্রাহকদের ওপর করের বোঝা চাপাল কেন্দ্র, ভারতীয় ডাক বিভাগের ২৭টি পরিষেবায় জিএসটি
এবার স্থানীয় ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিং তার স্কুলের দিনগুলির ব্যক্তিগত কিছু গল্প প্রকাশ্যে এনেছেন। সেখানে তিনি নিজের ক্ষমতা প্রদর্শনের উদাহরণ দিয়েছেন। উত্তর প্রদেশের গোন্ডায় স্কুল ছাত্রদের একটি দলকে সম্বোধন করে, সিং বলেন যে তিনি কীভাবে ছাত্রজীবনে সংগ্রাম করেছিলেন। তিনবার অষ্টম শ্রেণীতে ফেল করেছিলেন তিনি সেই কথাও বলেন। বাড়ির পরীক্ষা থেকে বোর্ড পরীক্ষায় একটি অপ্রত্যাশিত পরিবর্তন তাকে একটি কঠিন অবস্থানে ফেলেছিল সেই কথা জানান তিনি।
আরও পড়ুন-আনা হল নতুন ড্রিল মেশিন, উদ্ধারের কোন নির্দিষ্ট সময়সীমা নেই
অন্যান্য বিষয়ে তিনি ছল করে উত্তীর্ণ হলেও ইংলিশে তিনি পারেন নি। এই অবস্থায় তিনি বলেন, পাশের এক ছাত্রকে তিনি হুমকিও দেন নিজের ইংলিশ খাতায় লিখে দেওয়ার জন্য। না দিলে তিনি তাকে মারবেন বলেও জানান। তিনি বলেন, “প্রত্যেক বিষয়েই পরীক্ষায় ফাঁকি দিয়ে পাস করার উপায় বের করেছিলাম। কিন্তু ইংরেজি পরীক্ষার দিন কী করব বুঝতে পারছিলাম না। আমি দেখেছি যে আমার পাশে বসা ছেলেটি ইংরেজিতে সত্যিই ভাল। তাই আমি তাকে প্রথমে আমার কাগজটি লিখতে বলেছিলাম। যাইহোক, সে চিৎকার করতে শুরু করে এবং বলে যে সে এটা করবে না। আমি তাকে বলেছিলাম সে না করলে আমি তার পা ও হাত ভেঙ্গে দেব।”
আরও পড়ুন-দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
সিং আরও বলেছেন যে তার শিক্ষক যখন এটি দেখেন, তিনি ক্ষিপ্ত হন এবং তাকে এই ধরণের আচরণ করতে না বলেছিলেন। বিজেপি নেতা ব্যাখ্যা করেছিলেন যে পড়াশোনায় তিনি ভাল না হলেও তিনি খেলাধুলায় তার ক্ষমতা উপলব্ধি করেছিলেন এবং সেই অনুযায়ী এগিয়েছিলেন।
প্রসঙ্গত, বিজেপি নেতা এবং ভারতের রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রধান বর্তমানে ছয়জন মহিলা কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত। এই কুস্তিগীররা এই বছরের শুরুর দিকে কয়েক মাস ধরে দিল্লিতে সিংয়ের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছিল।
এই ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে সরব হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লেখা হয়, ‘উত্তর প্রদেশের গোন্ডায় স্কুল ছাত্রদের একটি ভাষণ দিচ্ছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। সেখানে তিনি বর্ণনা করেছেন যে কীভাবে তিনি একজন সহপাঠীকে তার ইংরেজি পেপার লিখতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। প্রত্যাখ্যান করলে শারীরিক ক্ষতির হুমকি দিয়েছিলেন। বিজেপিতে এই ধরনের নেতা যে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই করছেন না বলাই বাহুল্য।’
Addressing a group of school students in UP’s Gonda, BJP MP @BrijBhushanMP recounted how he attempted to coerce a fellow student into writing his English paper by threatening physical harm if he refused.
In addition to being a repeated sex offender and murdered, he has now…
— All India Trinamool Congress (@AITCofficial) November 18, 2023