দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ২৪ ডিসেম্বর এক লাখ মানুষের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

Must read

লোকসভা ভোটের (Loksabha vote) আর বেশিদিন বাকি নেই। বাংলায় এই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। গতকাল দিঘার জগন্নাথ মন্দির (Jagannath temple) নিয়ে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার পোস্তা বাজারে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, এপ্রিলের মধ্যেই দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে। বাংলায় তাঁর আমলে কী কী কাজ হয়েছে সেই কথাও বলেছেন তিনি। এদিন তিনি বলেন, “দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। (পুরীর) জগন্নাথ মন্দিরের যে উচ্চতা, সেই একই উচ্চতায় বানানো হচ্ছে। এপ্রিলের মধ্যে এটি তৈরি হয়ে যাবে।”

আরও পড়ুন-ইজরায়েল হামলার মূলচক্রী হামাস নেতার বাড়িতে হামলা

প্রসঙ্গত, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির তৈরি হবে আর তারপরেই শুরু হয় কাজ। সেই দায়িত্ব পায় হিডকো। সর্বসাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে গেলে, বাড়বে দিঘায় পর্যটকদের ঢল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান আগামী এপ্রিলের মধ্যেই এই জগন্নাথ মন্দিরের কাজ শেষ হয়ে যাবে।

আরও পড়ুন-সম্ভাবনা নেই, জানাল কেন্দ্র

জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ২৪ ডিসেম্বর এক লাখ মানুষের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই অবস্থায় এপ্রিলের মধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরের কাজ শেষের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article