সম্ভাবনা নেই, জানাল কেন্দ্র

উল্লেখ্য, হাইপারলুপ প্রযুক্তির মাধ্যমে খুব কম বায়ুচাপবিশিষ্ট এক ধরনের বিশেষ ক্যাপসুলের মাধ্যমে মানুষ ও পণ্য পরিবহণ করা যায়।

Must read

প্রতিবেদন : ভারতে হাইস্পিড হাইপারলুপ ট্রেন চালুর কোনও সম্ভাবনা বর্তমানে নেই। জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত। তিনি জানান, এই প্রযুক্তিটি বর্তমানে খুবই প্রাথমিক স্তরে রয়েছে এবং এই মুহূর্তে অর্থনৈতিকভাবে এই প্রকল্প চালুর অবস্থা নেই। হাইপারলুপ ট্রেনের প্রযুক্তিগত এবং বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণ করার জন্য গঠিত কমিটির নেতৃত্ব দিচ্ছেন সারস্বত। তিনি বলেছেন, কিছু বিদেশি কোম্পানি ভারতে এই প্রযুক্তি আনতে আগ্রহ দেখিয়েছে। তবে যতদূর বুঝতে পারছি হাইপারলুপ প্রযুক্তি সম্পর্কে বিদেশ থেকে আসা প্রস্তাবগুলি খুব কার্যকর বিকল্প নয়। সারস্বত আরও বলেন, এটি শুধুমাত্র একটি সম্ভাবনা পর্যালোচনার উদ্যোগ ছিল। আমার মনে হয় না, হাইপারলুপ প্রযুক্তি অদূর ভবিষ্যতে আমাদের পরিবহণ পরিকাঠামোয় অন্তর্ভুক্ত হবে।

আরও পড়ুন-ভারতীয় তরুণীর প্রাণভিক্ষার আর্জি, খারিজ ইয়েমেনের সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, হাইপারলুপ প্রযুক্তির মাধ্যমে খুব কম বায়ুচাপবিশিষ্ট এক ধরনের বিশেষ ক্যাপসুলের মাধ্যমে মানুষ ও পণ্য পরিবহণ করা যায়। এই ধরনের ক্যাপসুল একটি টানেল বা টিউবের মধ্য দিয়ে চলাচলের ফলে বাতাসের চাপ থাকবে শূন্য। যার ফলে প্রায় বাধাহীনভাবে চলাচল করবে ট্রেনটি। তবে ভারতে এই প্রযুক্তি চালুর সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে কেন্দ্র।

Latest article