লুকিয়ে গ্রাহকদের ওপর করের বোঝা চাপাল কেন্দ্র, ভারতীয় ডাক বিভাগের ২৭টি পরিষেবায় জিএসটি

এই অতিরিক্ত কর গত ১ নভেম্বর থেকেই লাগু হয়েছে যা হয়তো এখনো অনেকেই জানে না। সরকারের এমন সিদ্ধান্তের কথা গ্রাহকরা জানতেন না।

Must read

বেসরকারি ক্যুরিয়ার সার্ভিসের (Private courier service) খরচ অনেকেই বহন করতে সক্ষম নয়। এই অবস্থায় আত্মীয় কিংবা বন্ধুর দরকারি জিনিস পাঠাতে ভরসা ভারতীয় ডাক বিভাগ (India Post)। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে জিনিস আদান প্রদান করলে জিনিস খোয়া যাওয়ার ভয় থাকে না এবং বেসরকারি সংস্থার তুলনায় খরচ অনেকটাই কম। কিন্তু সেখানেই কোপ বসাল মোদী সরকার। এবার রেজিস্টার্ড চিঠি থেকে শুরু করে পার্সেল, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে যেকোন জিনিস পাঠাতে গেলে পকেটে টান অনিবার্য। ভারতীয় ডাক বিভাগের ২৭টি পরিষেবায় ১৮% জিএসটি চাপিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-আনা হল নতুন ড্রিল মেশিন, উদ্ধারের কোন নির্দিষ্ট সময়সীমা নেই

এই অতিরিক্ত কর গত ১ নভেম্বর থেকেই লাগু হয়েছে যা হয়তো এখনো অনেকেই জানে না। সরকারের এমন সিদ্ধান্তের কথা গ্রাহকরা জানতেন না। শুধু তাই নয়, পোস্ট অফিসের কর্মীরাও এই বিষয়ে অবগত ছিলেন না। লুকিয়েই গ্রাহকদের ওপর করের বোঝা চাপিয়ে দিল কেন্দ্র। ডাকঘরের কর্মীদের কাছে এই বিষয়ে নেই কোন সরকারি সার্কুলার। ১ তারিখ যখন তাঁরা চিঠি ইস্যু করতে যান, তখনই প্রকাশ্যে আসে এই ঘটনা। ভুল হচ্ছে ভেবে খোঁজ নিতে গিয়েই জানতে পারেন জিএসটি লাগু করা হয়েছে।

আরও পড়ুন-দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

১৮ শতাংশ জিএসটি চাপানোর আগে ৫০০ গ্রাম ওজনের পার্সেল পাঠাতে ৩৬ টাকা খরচ হত। এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা। ২০ গ্রাম ওজন পর্যন্ত রেজিস্টার্ড চিঠির ক্ষেত্রে এতদিন খরচ হত ২২ টাকা। এখন ২৬ টাকা দিতে হবে। চিঠির ওজন ৪০ গ্রাম পর্যন্ত হলে ২৭ টাকা থেকে চার্জ বেড়ে ৩২ টাকা হল। ৪০ থেকে ৬০ গ্রাম পর্যন্ত ওজনের চিঠি ৩২ টাকা থেকে ৩৮ টাকা হল। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের উপর এভাবে বোঝা চাপিয়ে রাজকোষ ভরানো কতটা যুক্তিপূর্ণ সেই নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু তাই নয় এই আকস্মিক ঘটনায় ক্ষুব্ধ গ্রাহক থেকে সরকারি কর্মীরাও।

 

 

Latest article