সংবাদদাতা, কাটোয়া : পশ্চিমবঙ্গকে (WestBengal) পিছিয়ে দিতে কোমর বেঁধে নেমেছে বিজেপি (BJP) -শাসিত দিল্লির সরকার। বিজেপির আইটি সেলও মিথ্যা ও কুৎসা প্রচার করছে। এমন দাবির সমর্থনে তৃণমূলের আইটি সেল ‘ফ্যাম’-এর সভায় রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বঞ্চনার নমুনা হাজির করে বলেন, ‘১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র। রাজ্য সরকার প্রস্তাবিত পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির কাজেও সাহায্য করছে না।’
আরও পড়ুন-ঘূর্ণি পিচে রোহিতরা অপ্রতিরোধ্য : সৌরভ
রবিবার বিকেলে কালনার ধাত্রীগ্রামে উর্বশী সভাগৃহে তৃণমূলের আইটি সেলের সভায় ঋতব্রত ছাড়াও ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক দেবপ্রসাদ বাগ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ দেবাশিস নাগ প্রমুখ।