প্রতিবেদন : রাজ্য বিজেপির সংগঠনে শুভেন্দুর একচেটিয়া প্রভাব বিস্তারের চেষ্টা যে দল মোটেই ভালভাবে নিচ্ছে না, তা কড়া ভাষায় সমঝে দিলেন দিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের ডাকা বিজেপি সাংসদদের বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতাও। সেখানেই অমিত শাহ তাঁকে বুঝিয়ে দেন, দলের গঠনতন্ত্র এবং নীতি মেনে কাজ করতে হবে।
আরও পড়ুন-শীতের রাতে দুর্ঘটনা কমাতে পুলিশি দাওয়াই স্পেশ্যাল চা
খেয়ালখুশিমতো কোনও কর্মসূচি নেওয়া চলবে না। হাজির হওয়া চলবে না যেখানে সেখানে। আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা যে গেরুয়া শিবিরকে গভীর অস্বস্তিতে ফেলে দিয়েছে, তা এদিন স্পষ্ট হয়ে যায় শীর্ষ নেতৃত্বের মনোভাবেই। শুভেন্দুকে দিল্লি নেতৃত্বের স্পষ্ট বার্তা, দিলীপ-সুকান্তকে এড়িয়ে কোনও কিছু করা চলবে না। পায়ে পা দিয়ে ঝগড়া করাও চলবে না।
আরও পড়ুন-অঞ্চল সম্মেলনেও পরিষেবা-সহায়তা
সোমবার প্রথম দফার ধমকানির পরে মঙ্গলবার বিরোধী দলনেতাকে কেন্দ্রীয় নেতৃত্ব আরও কড়া বার্তা দিতে পারে বলে খবর। আসলে শুধু আদি বিজেপি নেতারা নন, শুভেন্দুর ঔদ্ধত্যে অত্যন্ত বিরক্ত দলের সাধারণ কর্মী-সমর্থকরাও। জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তাঁর অসংলগ্ন কথাবার্তা যে বিজেপির গোষ্ঠী-কোন্দলকে আরও উসকে দিচ্ছে, তা ভালভাবেই বুঝতে পারছেন দিল্লির নেতারা। এই নিয়ে অজস্র অভিযোগও পাচ্ছেন তাঁরা। সেই কারণেই, শুভেন্দুর আচরণে এবার লাগাম টানতে চাইছেন অমিত শাহরা।