গতকাল সন্ধ্যা নাগাদ কর্ণাটকের (Karnataka) অ্যাটিবেলে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এর জেরে আগুন ধরে যায় গোটা কারখানায়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জন শ্রমিকের। জানা গিয়েছে, আরও ৭ জন শ্রমিক গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-সিকিমে নিখোঁজ ১০
সেন্ট্রাল রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বিআর রবিকান্ত গৌড়া ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন ৭ জন জখম শ্রমিককে উদ্ধার করে দু’টি হাসপাতালে পাঠানো হয়। জখম শ্রমিকদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার মল্লিকার্জুন বালনন্দি এই প্রসঙ্গে বলেন, দুর্ঘটনার সময় কারখানায় ২০ জন কাজ করছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে যাওয়া হয়। বেশ কয়েকজনকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে যদিও সবাইকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন-সিকিমে মৃতের পরিবারের পাশে তৃণমূল
কী কারণে এই বিস্ফোরণ সেটা যদিও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গোডাউনের বিদ্যুতের লাইনে ছোট ফুলকি থেকেই আগুন লাগে। বাজি কারখানা বলেই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই কর্ণাটকের বাজি কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সব কারখানায় বাংলা থেকে অনেকেই কাজ করে। পুলিশ এই মর্মে জানিয়েছে, দিওয়ালির আগে এই সব কারখানার অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন-সিকিমে মৃতের পরিবারের পাশে তৃণমূল
গোডাউনের মালিকের ছেলে নবীনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। গোডাউনের মালিক রামাস্বামী রেড্ডি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাঁর বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে।