সংবাদদাতা, সাগরদিঘি : সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। ভোট সামনে বলে সব দলের প্রার্থী জোর প্রচারে নেমেছে। সাগরদিঘির এই তৃণমূল ব্লক সভাপতি কিন্তু শুধু ভোটের সময় মানুষের বাড়ি বাড়ি যাওয়ায় বিশ্বাসী নন। তিনি সারা বছরই মানুষের সঙ্গে থাকেন। আক্ষরিক অর্থেই মাটির মানুষ। পেশায় কৃষক দেবাশীষ এখনও স্ত্রী ও পুত্রকে নিয়ে থাকেন এক মাটির বাড়িতে। মুর্শিদাবাদের মানুষের কাছে তাই তিনি ‘জনগণের নেতা’।
আরও পড়ুন-পুরুলিয়া পর্যটনে নতুন দিগন্ত খুলে দিলেন মুখ্যমন্ত্রী
বালির বাসিন্দা রফিকুল ইসলামের দাবি, স্থানীয় মানুষ হিসাবে আমরা দেখেছি দেবাশীষদা কীভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছেন। দাদা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ছিলেন। তাই তিনিই বোঝেন কীভাবে মুখ্যমন্ত্রীর সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলি আমাদের সাহায্য করে।
দেবাশীষ অন্যের জন্য কাজ করতেই ভালবাসেন। তাই প্রচারে বেরিয়ে স্থানীয় মানুষের কাছ থেকে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত ভালবাসা। সবাই তাঁর সরলতা ও নিঃস্বার্থতার প্রশংসায় মুখর। তাঁদের মধ্যে মানিক গ্রামের ২৫ বছরের সাবির আলিও আছেন। দিদির সুরক্ষা কবচ প্রচারের জন্য সাগরদিঘিবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওঁর প্রতি। বলেছেন, ওঁকে প্রার্থী করাটা মুর্শিদাবাদের উন্নয়নে অণুঘটক হিসেবে কাজ করেছে।