নৌকাডুবি গ্রিসে

নৌকাডুবির ঘটনার খবর মিলতেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫০ জন।

Must read

গ্রিসের এজিয়ান সাগরের কার্পাথোসে ডুবে গেল শরণার্থী বোঝাই একটি নৌকা। বুধবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটে। এই নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী নিখোঁজ। বুধবার গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক আধিকারিক এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নৌকাটিতে ৮০ জনেরও বেশি যাত্রী ছিল। নৌকাটি মঙ্গলবার রাতে তুরস্ক থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছিল।

আরও পড়ুন-যানজট নিয়ন্ত্রণে বসল বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যাল

নৌকাডুবির ঘটনার খবর মিলতেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫০ জন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চলছে জোরদার তল্লাশি। নিখোঁজ যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও তিনটি শিশু আছে। অভিশপ্ত নৌকার যাত্রীরা শরণার্থী হিসেবে ইতালিতে আশ্রয় নেওয়ার জন্য রওনা দিয়েছিল।

Latest article