যানজট নিয়ন্ত্রণে বসল বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যাল

এদিন বালুরঘাট থানা মোড় এলাকার চৌরঙ্গিতে ট্র্যাফিক সিগন্যালের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং পুলিশ সুপার রাহুল দে

Must read

সংবাদদাতা, বালুরঘাট : যানজট নিয়ন্ত্রণে বালুরঘাট শহরের ব্যস্ততম দুই জায়গায় বসল ইলেকট্রিক্যাল (electric) ট্রাফিক সিগন্যাল (traffic signal)। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে চালু করা ওই দুই জায়গায় ট্রাফিক সিগন্যালের উদ্বোধন হয় বৃহস্পতিবার।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটির

এদিন বালুরঘাট থানা মোড় এলাকার চৌরঙ্গিতে ট্র্যাফিক সিগন্যালের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং পুলিশ সুপার রাহুল দে। বালুরঘাট ট্যাঙ্ক মোড় এলাকায় ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন পথদুর্ঘটনা- রোধ ট্রাফিক সিগন্যাল ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, জেলা পুলিশের এই উদ্যোগের ফলে মানুষ অনেক উপকৃত হবে।

Latest article