পুরী-দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে বোমাতঙ্ক

সোমবার একটি ফোন করে দাবি করা হয় যে পুরী-দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে বোমা রাখা হয়েছে। যদিও পরে জানা যায় ফোনটি ভুয়ো ছিল।

Must read

ডগমগপুর স্টেশনে পুরী-দিল্লি পুরুষোত্তম (Puri Delhi Purushottam express) এক্সপ্রেসে বোমাতঙ্ক সৃষ্টি হয়। সোমবার একটি ফোন করে দাবি করা হয় যে পুরী-দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে বোমা রাখা হয়েছে। যদিও পরে জানা যায় ফোনটি ভুয়ো ছিল। ডগমগপুর স্টেশন সুপারিনটেনডেন্ট ট্রেনে বোমা থাকার একটি ভুয়ো কল পেয়েছিলেন। কয়েক ঘণ্টা ট্রেনটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। পরে অবশ্য নিরাপত্তাকর্মীরা জানান, ট্রেনে কোনও বোমা নেই। ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-রাজবংশী পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খেলেন মাটির গ্লাসে মালাই চা

রেলওয়ের একজন কর্মকর্তা এই মর্মে একটি বিবৃতিতে বলেছেন, ‘দগমগপুর স্টেশনে পুরুষোত্তম এক্সপ্রেসে বোমা রয়েছে বলে একটি হুমকি ফোন পেয়েছিলেন স্টেশন সুপারিনটেনডেন্ট। তবে ট্রেনে কোনও বোমা ছিল না। সেই কলে ভুয়ো দাবি করা হয়েছিল।’ অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত প্রজাপতি জানান, ‘বারাণসী সন্ত্রাস দমন শাখার একটি দলকে চুনার স্টেশনে ডাকা হয়েছিল। তারা ট্রেনটি চেক করার পরে জানায় যে তাতে কোনও বোমা নেই। পরে ট্রেনটি চুনার স্টেশন থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে গিয়েছে।’

আরও পড়ুন-মোদির ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

গত ফেব্রুয়ারিতে বেল্লারি এক্সপ্রেসে বোমা থাকার কথা নিয়ে ভুয়ো ফোন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। সেই ফোনটি করেছিল সাঙ্গা রেড্ডির এক বাসিন্দা। সেকেন্দরাবাদ জিআরপির পুলিশ সুপার অনুরাধা বলেছিলেন, ‘আমরা একটি কল পাই। তাতে বলা হয়েযছিব যে বেল্লারি এক্সপ্রেসে একটি বিস্ফোরক যন্ত্র লাগানো হয়েছে। এরপরই রেল সুরক্ষা বাহিনী এবং জিআরপি পুলিশ অবিলম্বে ট্রেনটির তল্লাশি চালায়। তবে তল্লাশি চলাকালীন কোনও বোমা আমরা পাইনি। এটা ভুয়ো ফোন ছিল। সাঙ্গা রেড্ডির এক যুবক এই ফোনটি করেছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। গোপালপুরম পুলিশ স্টেশনে এই সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে।’

Latest article