বোমাবর্ষণ আর বৈঠক একসঙ্গে!

প্রবল বিস্ফোরণের শব্দ মাঝে মধ্যেই৷ সোমবার ইউক্রেনের ভিনিৎসিয়ার বিমানবন্দরেও রুশ হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

Must read

প্রতিবেদন : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ ১২ দিন পেরোল। সোমবার বেলারুশের এক অজ্ঞাতস্থানে শান্তি আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। এরই মধ্যে এদিন সকাল থেকেই রাশিয়া নতুন উদ্যমে ইউক্রেনের বিভিন্ন এলাকায় আকাশপথে আরও বেশি করে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ হামলায় রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপ৷ বিভিন্ন সরকারি ভবনের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে রুশ সেনা।

আরও পড়ুন-জয়েন্টের জন্য সূচি বদল উচ্চমাধ্যমিকের

প্রবল বিস্ফোরণের শব্দ মাঝে মধ্যেই৷ সোমবার ইউক্রেনের ভিনিৎসিয়ার বিমানবন্দরেও রুশ হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। শুধু সরকারি ভবন নয়, সাধারণ মানুষের ঘরবাড়ি ও বহুতলের উপর হামলা চালাচ্ছে রাশিয়া। সোমবার সকালে ইরপিন শহরে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন চারজন। চাপে পড়ে এদিন ফের ইউক্রেনের চার শহর কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। পুতিন প্রশাসন জানিয়েছে, এই চার শহরে মানব করিডর তৈরি করে সাধারণ মানুষকে নিরাপদে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হবে। যদিও রুশ আশ্বাসে ভরসা নেই ইউক্রেন প্রশাসনের৷ কারণ, গত কয়েকদিন যুদ্ধবিরতি ঘোষণার পরেও নির্লজ্জভাবে তা লঙ্ঘন করে হামলা চালায় রাশিয়া৷ ইতিমধ্যেই ১৫ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে শরণার্থী হয়ে ইউরোপ পাড়ি দিয়েছেন৷ চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা হলেও অন্য শহরগুলিতে নতুন উদ্যমে বোমাবর্ষণ করে চলেছে পুতিন বাহিনী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করবে আইএমএ

সুমি শহরেই প্রায় ৭০০ জন ভারতীয় আটকে আছেন। আটকে থাকা ভারতীয়দের অভিযোগ, শনিবার রাত থেকে অপেক্ষা করলেও কেউই তাঁদের উদ্ধার করতে আসেনি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি ভারতীয়দের সুরক্ষার বিষয়টিতে জোর দেন। পাশাপাশি পুতিনের সঙ্গেও টেলিফোনে কথা বলেন মোদি। তাঁর পরামর্শ, পুতিন যেন সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলে এই পরিস্থিতির অবসান ঘটান। এদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহী বলে জানালেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই৷ রাশিয়ায় যুদ্ধবিরতি বিক্ষোভ বাড়ছে৷ ইতিমধ্যেই ৫ হাজার মানুষকে গ্রেফতার করেছে রুশ পুলিশ৷ অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক খবরে দাবি, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই চালাতে এবার সিরিয়ার সেনাদের যুক্ত করতে চায় রাশিয়া৷

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনায় কোনও উন্নয়ন হচ্ছে না হাওড়ায়

ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে জনতার উদ্দেশে পোপ বলেন, যুদ্ধ মানেই মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ বপন করা৷ ইউক্রেনে রক্ত ও অশ্রুর নদী প্রবাহিত হচ্ছে৷ প্রতি ঘণ্টায় মানবিক সহায়তার প্রয়োজন বাড়ছে৷ যুদ্ধ একটা পাগলামি৷ অবিলম্বে এই পাগলামি বন্ধ করুন৷ নিষ্ঠুরতা পরিহার করুন৷

Latest article