প্রতিবেদন : সব ঠিকঠাক চললে খুব শীঘ্রই রাজ্যে শুরু হচ্ছে হাড় বা বোন-ব্যাঙ্ক। ইতিমধ্যেই রাজ্য চালু হয়েছে গিয়েছে ত্বক বা স্কিন-ব্যাঙ্ক। শহরের একটি বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে এ-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে বলেই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, আরও কয়েকটি হাসপাতালও এই ব্যাঙ্ক তৈরিতে আগ্রহী। তাঁরাও ভাবনাচিন্তা শুরু করেছে। এর পাশাপাশি রাজ্যের সেরা সরকারি হাসপাতাল এসএসকেএম কর্তৃপক্ষও বোন-ব্যাঙ্ক গড়ার ভাবনা শুরু করেছে। তবে বোন-ব্যাঙ্ক চালু করতে গেলে স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিতে হয়।
আরও পড়ুন-কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডর
সূত্রের খবর, বোন-ব্যাঙ্ক করতে চেয়ে আবেদনপত্র জমা পড়ার কথা স্বীকার করেছে স্বাস্থ্য দফতর। পরের ধাপে হবে পরিদর্শন। আবেদনকারীদের কাছে প্রয়োজনীয় পরিকাঠানো রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। তারপরই মিলবে ছাড়পত্র। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক হাড়ের চিকিৎসায় বোন-ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড়ের ক্যানসার বা বোন টিউমারের চিকিৎসায় এই ধরনের ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুটি হাড়ের মধ্যবর্তী অংশের ফাঁক ভরাট করতে ও বোন লস বা হাড়ের ক্ষয় রোগের চিকিৎসা বোন-ব্যাঙ্কের দৌলতে অনেক সহজ হয়ে যাবে। এসব ক্ষেত্রে ব্যাঙ্কে সংরক্ষণ করে রাখা হাড় দিয়ে পুরনো হাড় প্রতিস্থাপন করে রোগীকে খুব সহজেই সুস্থ করে তোলা সম্ভব হবে।
আরও পড়ুন-সিলেকশন কমিটিতে আর কোনও জনপ্রতিনিধি নয়, পঞ্চায়েতে সাড়ে সাত হাজার নতুন নিয়োগ
কোনও রোগীর ব্রেন ডেথ বা মস্তিষ্কের মৃত্যু হওয়ার পরই পরিবারের অনুমতি নিয়ে তাঁর শরীরের হাড় সংগ্রহ করে তা ওই ব্যাঙ্কে সংরক্ষণ করে রাখা হবে। এভাবেই গড়ে উঠবে এই বোন-ব্যাঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, মৃতের শরীর থেকে সংগ্রহ করা হাড় এই ধরনের ব্যাঙ্কে প্রায় তিন সপ্তাহ সংরক্ষণ করে রাখা সম্ভব।