গ্লোবাল মেম্বারশিপে বই সব লাইব্রেরি থেকে

এখন তিন ধরনের সদস্যপদ দেওয়া হচ্ছে। এ ছাড়া গ্লোবাল মেম্বারশিপও দেওয়া হচ্ছে, তাতে সারা রাজ্যের লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়া যাবে।

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা ২০তম বইমেলা শুরু হয়েছে। দাসপুরে। পশ্চিমবঙ্গ জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরি মেলায় উপস্থিত হয়ে বললেন, ‘আগে বইমেলায় ঢুকতে টিকিট লাগত। লাইব্রেরিতে বইপড়ার জন্য মাসে কিছু চাঁদা দিতে হত। আজ পশ্চিমবঙ্গ সরকার নিঃশুল্ক করে দিয়েছে।

আরও পড়ুন-অভিজ্ঞরা নতুনদের সঙ্গে নিয়ে নামলেন প্রচারে

এখন তিন ধরনের সদস্যপদ দেওয়া হচ্ছে। এ ছাড়া গ্লোবাল মেম্বারশিপও দেওয়া হচ্ছে, তাতে সারা রাজ্যের লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়া যাবে। বই একটা নতুন ধারা তৈরি করবে, একটা সঙ্গম তৈরি করবে। ভারতের ইতিহাস বাঙালিকে বাদ দিয়ে কখনও গৌরবময় হতে পারে না। টাউন লাইব্রেরিকে ১৫ হাজার টাকা ও ডিস্ট্রিক্ট লাইব্রেরিকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সরকারিভাবে। এই জেলা বইমেলায় পাঠকের স্বতঃস্ফূর্ত আগমনে আশার আলো দেখছেন উদ্যোক্তারা।

Latest article