পঞ্চায়েত নির্বাচন: ১০হাজারের কম বুথ স্পর্শকাতর, জানাচ্ছে কমিশন

Must read

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার ঠিক দিন পাঁচেক আগেই স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা তৈরির পর কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৬১ হাজার বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা হল ১০হাজারেরও কম । রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৮ শতাংশ, মুর্শিদাবাদে ১০ শতাংশ বুথ স্পর্শকাতর। জানা যাচ্ছে, স্পর্শকাতর বুথের পর ভিডিওগ্রাফি, সিসিটিভি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনা বাংলাকে গ্রাম-সড়কের কাজে অবহেলা

এখনও জেলা ভিত্তিক স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা রাজ্য কমিশনের (State Election Commission) কাছে আসেনি। এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশানুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রথমে ২২ কোম্পানি এবং পরে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত দু-দফায় ২২ ও ৩১৫ কোম্পানি বরাদ্দ করেছে। ৪৮৫ কোম্পানি এখনও বাকি রয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্র এখনও কোনও মত জানায়নি।

Latest article