বন্যায় ভাসছে ব্রাজিল, মৃত ৮৫, গৃহহীন প্রায় দেড় লাখ

আঞ্চলিক রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা নদীর জল উপচে পড়ে ভেসে গিয়েছে রাস্তা। তলিয়ে গিয়েছে আশপাশের বেশ কিছু এলাকা।

Must read

প্রতিবেদন : বন্যায় বিপর্যস্ত ব্রাজিল। ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুলেতে। সেখানকার প্রায় ৫০০ শহরের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি ক্ষতিগ্রস্ত। বৃষ্টি-বন্যার ভয়াবহতা প্রাণ কেড়েছে কমপক্ষে ৮৫ জনের। নিখোঁজ এখনও ১৩০ জন। গৃহহীন অন্তত ১ লাখ ৫০ হাজার। মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-বিরোধীদের বেলাগাম সন্ত্রাস, ভোট পড়ল ৭৩.৯৩ শতাংশ, ৪ কেন্দ্রের ভোটে বাউন্ডারি তৃণমূলের

প্রবল বৃষ্টির জেরে জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস হয়েছে। একটি বাঁধের কিছু অংশ ভেঙে গিয়েছে। এর জেরে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন রিও গ্রান্ডে দো সুলের চার লক্ষেরও বেশি মানুষ। একাধিক শহরের রাস্তা ও সেতু ভেঙে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরগুলি। এদিকে মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ জলসঙ্কটে ভুগছেন।
আঞ্চলিক রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা নদীর জল উপচে পড়ে ভেসে গিয়েছে রাস্তা। তলিয়ে গিয়েছে আশপাশের বেশ কিছু এলাকা। এর মাঝে পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য সমস্ত বিমান স্থগিত করা হয়েছে। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে খাবার এবং পানীয় সরবরাহ করছেন স্বেচ্ছাসেবকরা।

Latest article