শরণার্থী সমস্যা মেটাতে নতুন আইন আনছে ব্রিটেন

শরণার্থী সমস্যা গোটা বিশ্বকেই এক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর এই সমস্যা আরও বেড়েছে

Must read

প্রতিবেদন : শরণার্থী সমস্যা গোটা বিশ্বকেই এক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর এই সমস্যা আরও বেড়েছে। শরণার্থী নিয়ে বড়রকমের সমস্যায় পড়েছে ব্রিটেন। তাই শরণার্থীদের রুখতে এবার নতুন আইন করার কথা জানাল ব্রিটেনের ঋষি সুনক সরকার। দেশের পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্পষ্ট জানালেন, বেআইনিভাবে ব্রিটেনে ঢোকা কাউকেই সে দেশে থাকতে দেওয়া হবে না।

আরও পড়ুন-রেকর্ড গরমের আশঙ্কায় তড়িঘড়ি বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে একই কথা বলেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। তিনি বলেছেন, এই মুহূর্তে ব্রিটেনের কাছে শরণার্থীরা একটি বড় সমস্যা। তাই ব্রিটেনের মানুষ এই সমস্যার পাকাপাকি একটা সমাধান চায়। এই সমস্যার সমাধান করতে অবিলম্বে নতুন আইন আনা হবে। সরকারের দাবি শেষ এক বছরে ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রায় ৪৫ হাজার শরণার্থী বেআইনিভাবে ব্রিটেনে ঢোকার চেষ্টা করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শরণার্থী সমস্যা ঠেকাতে কয়েক দিনের মধ্যেই নতুন আইন আনতে চলেছে ঋষি সুনক সরকার। রবিবার পার্লামেন্টে সুনক বলেন, শরণার্থী সমস্যা যাতে পাকাপাকিভাবে বন্ধ করা যায় আমরা সেই মতো আইন তৈরি করতে চলেছি। কারণ ব্রিটেনবাসীর উপর শরণার্থীদের দায়ভার চাপিয়ে দেওয়া কোনওভাবেই উচিত নয়।

Latest article