রেকর্ড গরমের আশঙ্কায় তড়িঘড়ি বৈঠক প্রধানমন্ত্রীর

গত মাসেই মৌসম ভবন জানিয়েছে, মার্চ থেকে মে পর্যন্ত চলবে তীব্র দাবদাহ। ফলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Must read

প্রতিবেদন : চলতি বছরে ফেব্রুয়ারি মাসেই রেকর্ড গরমের সাক্ষী হয়েছে দেশ। মৌসম ভবনের পূর্বাভাস, গত কয়েক দশকের গরমের রেকর্ড ভেঙে দিতে পারে এবারের গ্রীষ্ম। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তাই তড়িঘড়ি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে একাধিক নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-আমাকে খুনের চক্রান্ত হচ্ছে, আশঙ্কা ইমরান খানের

গত মাসেই মৌসম ভবন জানিয়েছে, মার্চ থেকে মে পর্যন্ত চলবে তীব্র দাবদাহ। ফলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। জলের অভাব ও গরমের কারণে ক্ষতি হতে পারে চাষবাসের। মৌসম ভবনের এই সতর্কবার্তার প্রেক্ষিতেই মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। এদিনের বৈঠকে বৃষ্টিপাতের পরিমাণ, রবিশস্যের চাষের উপর বৃষ্টির প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য দেন সচিবরা। প্রবল গরমের কারণে বিভিন্ন রোগের মোকাবিলা করতে চিকিৎসা পরিকাঠামো কতটা প্রস্তুত আছে তা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-আত্মঘাতী হামলা

এই বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস তৈরি রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি হাসপাতালগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখতে এবং দাবানল রুখতে সমস্ত পরিষেবা তৈরি রাখতে বলেছে। গরমের সঙ্গে লড়তে কী করবেন আর কী করবেন, এই সমস্ত কিছু স্কুলগুলিকে শেখানোর পরামর্শ দিয়েছেন মোদি। শুধু স্কুল নয়, বিভিন্ন বাস স্টপেজ, রেল স্টেশন-সহ বিভিন্ন জনবহুল এলাকায় এধরনের লিফলেট বিলি করার কথাও বলেছেন।

Latest article