ভোটের আগের দিন নকশাল হামলা ছত্তিশগড়ে, জখম BSF জওয়ান-সহ ৩

Must read

আগামিকাল ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন (Chhattisgarh polls)। ঠিক তার আগেরদিন আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ের কাঙ্কেতে। নকশাল হামলায় এখনও পর্যন্ত আহত হয়েছে বিএসএফ জওয়ান-সহ ৩।

বিএসএফ ও ডিসট্রিক্ট ফোর্সের একটি যৌথ দল কাঙ্কের জেলার ছোটবেটিয়া থানার ক্যাম্প মারবেদা থেকে রেঙ্গাঘাটি রেঙ্গাগন্ডি ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। সেই সময় ৪টি পোলিং দল নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই ঘটে যায় ওই ঘটনা। আহত বিএসএফ কনস্টেবলের নাম প্রকাশ চন্দ। তাঁর পায়ে আঘাত লেগেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, আইইডি বিস্ফোরণে দুজন পোলিং অফিসার সামান্য আহত হয়েছেন।

ছত্তিশগড়ে (Chhattisgarh polls) দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। আগামী ৭ এবং ১৭ নভেম্বর ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। আগামিকাল ভোটের আগেই এমন ঘটনা ঘটায় ছড়িয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুন-ফের ভূমিকম্প নেপালে, কেঁপে উঠল দিল্লিও

Latest article