ফের ভূমিকম্প নেপালে, কেঁপে উঠল দিল্লিও

Must read

আবারও ভূমিকম্প নেপালে (Earthquake-Nepal-Delhi)। একইসঙ্গে ৪ দিনের মধ্যে ফের কেঁপে উঠল দিল্লিও। সোমবার বিকেলে তীব্র কম্পন অনুভূত হয় গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম, লখনউতেও। যদিও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে এদিনে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল সেই নেপাল। বিকেল ৪টে ১৮ মিনিট এই কম্পন অনুভূত হয় দিল্লি-সহ একাধিক এলাকায়। গত শুক্রবার রাতে কেঁপে উঠেছিল নেপাল (Earthquake-Nepal-Delhi)। সেখানে ওই কম্পনে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। গতকাল রবিবারও ভূমিকম্প হয় হিমালয়ের কোলের ছোট্ট দেশটিতে। আজও ফের ভূমিকম্প হল সেখানে।

আরও পড়ুন- সংসদ নতুন আইন করতে পারে, কিন্তু রায় বাতিল পারে না, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

Latest article