শাহিনবাগে বুলডোজার

বুলডোজার অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিল্লি। এবার শাহিনবাগ। জাহাঙ্গিরপুরীর পর বিজেপি সরকারের আরও এক বুলডোজার অভিযান

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ফের বুলডোজার অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিল্লি। এবার শাহিনবাগ। জাহাঙ্গিরপুরীর পর বিজেপি সরকারের আরও এক বুলডোজার অভিযান। সোমবার সকালে দিল্লির শাহিনবাগে বেআইনি দখল-বিরোধী অভিযানের নামে চলে উচ্ছেদ৷ প্রবল উত্তেজনা তৈরি হয় এলাকায়। বিজেপি শাসিত দক্ষিণ দিল্লি পুরনিগমের পক্ষ থেকে সোমবার সকালে এই দখল-বিরোধী অভিযান শুরু হয়। যদিও শুরুতেই স্থানীয় বাসিন্দাদের তীব্র বিরোধিতার মুখে পড়েন নিগমের কর্মীরা।

আরও পড়ুন-দুর্যোগে মার খেয়েছে ফলন, পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধিও কারণ, আলুর দামে লাগাম রাজ্যের

সকাল ১০টা ১৫ নাগাদ শাহিনবাগ বাজারে বুলডোজার হাজির হতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কিছু কংগ্রেস কর্মী-সমর্থক বুলডোজারের রাস্তা আটকে রাস্তায় বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন ওখলার আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লা খান। সোমবার সকালে এই বুলডোজার অভিযান শুরু হয়েছিল রীতিমতো প্রস্তুতি নিয়েই। বিজেপি পুরনিগম নিয়ে এসেছিল বুলডোজার এবং জেসিবি। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় জনতা বুলডোজারকে ঘিরে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন-ময়নাতদন্তের রিপোর্ট কোটের্ই

তাঁদের দাবি, তাঁরা বেআইনিভাবে সরকারি জমি দখল করেননি। এইসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় আন্দোলনকারীদের। তখনই বুলডোজার দিয়ে কয়েকটি নির্মাণ ভাঙারও তোড়জোড় শুরু হয়। উল্লেখ্য, গত শুক্রবার শাহিনবাগে বুলডোজার অভিযান চালানোর কথা থাকলেও পর্যাপ্ত পুলিশকর্মী না মেলায় তা করা যায়নি। তাই সোমবার সকালে প্রচুর পুলিশ, আধাসামরিক বাহিনী নিয়ে চলে অভিযান৷ আগামী ১৩ মে পর্যন্ত ১০ দিনের অবৈধ নির্মাণ উচ্ছেদের পরিকল্পনা করেছে বিজেপি শাসিত দক্ষিণ দিল্লি পুরনিগম।

Latest article