উলটপুরাণ! নাগরিকত্ব না পেয়ে ফিরতে হল পাকিস্তানেই

সম্প্রতি বাংলায় এসে নাগরিকত্ব আইন নিয়ে আস্ফালন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও নাগরিকত্ব আইনের বিধি এখনও তৈরি করতে পারেনি মোদি সরকার।

Must read

নয়াদিল্লি : উলটপুরাণ! পাকিস্তানে সংখ্যালঘু হওয়ায় ভারতে নাগরিকত্বের আশায় এসেছিলেন তাঁরা৷ অথচ এদেশে মেলেনি নাগরিকত্ব৷ বাধ্য হয়েই তাই রাজস্থান থেকে পাকিস্তানে ফিরে গিয়েছেন প্রায় ৮০০ জন নাগরিক। ঘটনাচক্রে এঁরা সবাই অমুসলিম সম্প্রদায়ভুক্ত৷ সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যে বিজেপি সরকার নাগরিকত্ব আইন চালুর কৃতিত্ব দাবি করে সর্বত্র প্রচার চালাচ্ছে, তাদের জমানাতেই এমন উলটপুরাণ৷ অথচ কেন্দ্রীয় সরকার প্রচার করছে তারা নাকি পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এদেশের নাগরিকত্ব দিতে চায়৷ সম্প্রতি বাংলায় এসে নাগরিকত্ব আইন নিয়ে আস্ফালন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও নাগরিকত্ব আইনের বিধি এখনও তৈরি করতে পারেনি মোদি সরকার।

আরও পড়ুন-শাহিনবাগে বুলডোজার

তারমধ্যেই প্রকাশ্যে এল এই গুরুত্বপূর্ণ রিপোর্ট। পাকিস্তানের সংখ্যালঘুদের নিয়ে কাজ করা একটি সংস্থা ‘সীমন্ত লোক সংগঠন’–এর সভাপতি হিন্দু সিং সোধা জানিয়েছেন, নাগরিকত্ব না পেয়ে রাজস্থান থেকে পাকিস্তানে ফিরে গিয়েছেন সেদেশ থেকে ভারতে আসা ৮০০ জন নাগরিক। তাঁদের আরও দাবি, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়েই ভারতে এসেছিলেন তাঁরা। অভিযোগ, ভারত থেকে ফিরে যাওয়ার পর তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বিষয়টি তুলে ধরে কেন্দ্রের মিথ্যাচার নিয়ে তোপ দেগেছেন বিজেপি সাংসদ সুব্রহ্ম​ণ্যম স্বামী৷

Latest article