মুম্বই, ২ ফেব্রুয়ারি : ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। প্র্যাকটিস শুরু করেছেন জসপ্রীত বুমরা। পিঠের ব্যাথা আর খুব না ভোগালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে খেলতে পারেন।
আরও পড়ুন-আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ভারানের
বুমরা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। খবর এটাই যে, তিনি সেখানে বোলিং শুরু করেছেন। ধরমশালায় তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে। সবকিছু ঠাকঠাক থাকলে বুমরা এই ধরমশালাতেই কামব্যাক করতে পারেন। সিরিজের শেষ টেস্ট হবে আমেদাবাদে।
নাগপুরে গাভাসকর-বর্ডার ট্রফির প্রথম টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি। তার আগে নাগপুরেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। তাতে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। সিরিজের দ্বিতীয় টেস্ট দিল্লিতে, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে। প্যাট কামিন্সের দল আপাতত বেঙ্গালুরুতে টেস্টের প্রস্তুতি সেরে নিচ্ছে। এই সিরিজের আগে অস্ট্রেলিয়া নিজেদের জন্য কোনও প্রস্তুতি ম্যাচ রাখেনি। তারা সরাসরি টেস্ট ম্যাচে নেমে পড়বে।
আরও পড়ুন-রোনাল্ডোর গোলের রেকর্ড ভাঙলেন মেসি
গত ইংল্যান্ড সফরে বুমরা প্রথম পিঠে ব্যাথার অভিযোগ জানান। পরে সেই ব্যাথা আবার ফিরে এসেছিল। ২০২২-এর ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়া কাপে বুমরা অনুপস্থিত ছিলেন। তবে টি ২০ বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করেছিল এনসিএ ও জাতীয় নির্বাচক কমিটি। এর ফল হয় এটাই যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ৬ ওভার বল করার পর বুমরা ফের আনফিট হয়ে পড়েন। তিনি দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপে অংশ নিতে পারেননি। এর প্রায় পাঁচ মাস পর শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাকে দলে রাখা হলেও পরে ফের পিঠের চোটের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হয়। নিইজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের জোড়া সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলেও বুমরাকে রাখা হয়নি। সেই থেকে এখনও তিনি বেঙ্গালুরুতে রিহ্যাবেই ব্যাস্ত রয়েছেন। এখন শোনা যাচ্ছে বুমরা ফিরবেন ধরমশালা টেস্টে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…