আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ভারানের

২৯ বছর বয়সি ফরাসি ডিফেন্ডার বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন।

Must read

প্যারিস, ২ ফেব্রুয়ারি : দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। জানিয়ে দিলেন রাফায়েল ভারান। ২৯ বছর বয়সি ফরাসি ডিফেন্ডার বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘‘আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলাম। সরে যাওয়ার এটাই সঠিক সময় বলে আমার মনে হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে দেশের হয়ে খেলাটা আমার জীবনের সবথেকে বড় সম্মান। ফ্রান্সের নীল রংয়ের জার্সি যতবার গায়ে চাপিয়েছি, ততবারই সম্মানিত হয়েছি।’’

আরও পড়ুন-রোনাল্ডোর গোলের রেকর্ড ভাঙলেন মেসি

প্রসঙ্গত, ২০১৩ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটেছিল ভারানের। ফ্রান্সের হয়ে নেই নেই ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন পাঁচটি। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এবারের কাতার বিশ্বকাপেও ভারান ছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেঁশের প্রথম পছন্দ। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে আড়াইশোর কাছাকাছি ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যশালী দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।

Latest article