লক্ষ্মীর ভাণ্ডারের ফুলে রোজগার

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে প্রকল্পের নামে ফুলের দোকানের নাম রাখলেন ‘লক্ষ্মীর ভাণ্ডারের ফুল’।

Must read

সংবাদদাতা, বারাকপুর : করোনা কাঁটায় বিধ্বস্ত গোটা পরিবার। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের পাওয়া টাকা জমিয়ে ফুলের ব্যবসা করে পরিবারকে স্বনির্ভর করে দৃষ্টান্ত গড়লেন উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া স্কুল পাড়ার বাসিন্দা দীপালি সাঁতরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে প্রকল্পের নামে ফুলের দোকানের নাম রাখলেন ‘লক্ষ্মীর ভাণ্ডারের ফুল’।

আরও পড়ুন-ফুটব্রিজ ফিরিয়ে দিক রেল

রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি মহিলার আকুতি, আরও একটু সাহায্য পেলে পরিবারের সব স্বপ্নই তিনি পূরণ করতে পারতেন। কেন্দ্রীয় প্রকল্প ‘অগ্নিপথ’ নিয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে আগুন, বিক্ষোভ, অবরোধ, আন্দোলন চলছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দিশা দেখাল নতুন করে বাঁচার। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার খুবই জনপ্রিয় একটি প্রকল্প।

Latest article